মনোজিত মন্ডল, খোকসা থেকে ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ পালিত হয়েছে। খোকসা উপজেলা অডিটোরিয়াম হল রুমে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলায় সদ্য যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান জনাব বাবুল আক্তার শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়াও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক,খোকসা সহকারি কমিশনার(ভূমি) বিধান কান্তি হাওলাদার, খোকসা থানা অফিসার ইনচার্জ আননূর যায়েদ (বিপ্লব) ,খোকসা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ডাক্তার কামরুজ্জামান সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজাসহ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, একটি জাতিকে মেধাশূন্য করে দিতে এমন হত্যাকান্ড চালানো হয়েছে। আজ একটি জাতিকে শহীদ বুদ্ধিজীবী দিবসের পটভূমি ইতিহাসের এক কালো অধ্যায়কে স্মরণ করিয়ে দেয়। জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে শহীদ বুদ্ধিজীবী দিবসটিকে। শহীদ বুদ্ধিজীবী দিবসের ত্যাগ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা সবাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে এগিয়ে যাব বলে উপস্থিতিদের উদ্বুদ্ধ করেন। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।
Leave a Reply