কাগজ প্রতিবেদক ॥ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। যথাযথ ভাবগাম্ভীর্যের মাধ্যমে দিবসটি স্মরণে বৃহস্পতিবার বাসদ কুষ্টিয়া জেলা কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাসদ কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক কমরেড ও কেন্দ্রীয় কমিটির সদস্য ও শফিউর রহমান শফির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন জেলা কমিটির সদস্য সচিব কমরেড আশরাফুল ইসলাম। সেখানে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক অ্যাডভোকেট মীর নাজমুল ইসলাম শাহিন, প্রাক্তন ছাত্রনেতা হাসান আলী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক লাবনী সুলতানা, সাধারন সম্পাদক এম.ডি টুটুলসহ নেতৃবৃন্দ। এসময় বক্তারা ১৯৭১ সালের ১৪ ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতার কথা তুলে ধরে বলেন, তাদের শোষণ নিপীড়ন থেকে মুক্ত হয়ে স্বাধীণ বাঙালী জাতি বিশে^র দরবারে যাতে কোনভাবেই মাতা উচু করে দাঁড়াতে না পারে সেলক্ষ্যে মেধাশুন্য করতেই নারকীয় এই হত্যাযজ্ঞ চালিয়ে দেশের সূর্য সন্তানদের হত্যা করেছিলে। তারা বাঙালি জাতির ভাষা, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতিসহ সর্বক্ষেত্রে আগ্রাসন চালানোর পথকে সুগম করতেই বুদ্ধিজীবিদের হত্যা করেছিলো। সেই প্রায় – ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। পাকিস্তানি হানাদাররা প্রায় নয় মাস যুদ্ধের পর যখন বুঝতে পারলেন বাঙালি জাতি মরণপণ যুদ্ধে মেতেছে তাদের হারানো এত সহজ হবে না তখন তারা বাঙালি জাতিকে বুদ্ধিবৃত্তিক দিক থেকে পঙ্গু করার প্লান করে। তারা একটা জাতিকে সমূলে ধ্বংস করার কাজটা সম্পন্ন করতেই তালিকা করে সমাজের শিক্ষিত, সচেতন বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করার এই প্লানে তারা বেছে নিয়েছিলো শিক্ষক, লেখক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ প্রগতিশীল অংশের মানুষকে। যেকাজটাতে সহযোগিতা করেছিলো আমাদেরই দেশের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। যারা স্বাধীন বাংলাদেশ চায়নি,তারা পাকিস্তানের অধীনেই একটা শোষণক্ষেত্র চেয়েছিলো। বক্তারা আরও বলেন, স্বাধীনতার ৫২ বছর পরও আমাদের দেশটাকে স্বাধীন বাংলাদেশ বলতে পারছিনা। আজ আমাদের কথা বলার স্বাধীনতা নাই, সংবাদপত্র- গণমাধ্যমের স্বাধীনতা নেই। রাষ্ট্রীয় ভুলভ্রান্তি বা শাসকশ্রেণির কর্মকাণ্ডের সমালোচনা করার কোনো পথ নেই। এত রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে তাহলে বাঙালি কেমন স্বাধীনতা অর্জন করলো?যেখানে তার দেশের মানুষই শাসন ক্ষমতায় অধিষ্ঠিত সেখানেও তার কোনো বাকস্বাধীনতা নেই। যেখানে জনমানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো কালো আইন তৈরী করা হয়। নিরাপত্তার নামে সেখানে গণমানুষের কন্ঠরোধ করা হয়। বিনাবিচারে শিক্ষক, শিক্ষার্থীসহ প্রতিবাদী কন্ঠকে,প্রতিবাদের ছবি আকার হাতকে বিনাবিচারে বছরের পর বছর জেলখানার সেলবদ্ধ করে রাখা হয়। এমনকি জীবিত মানুষকে মৃত লাশ হয়েও ফিরতে দেখেছি আমরা। আমাদের দেশে বাকস্বাধীনতার বালাই নাই।কোনো রকম সমালোচনা শোনার মানসিকতা শাসকশ্রেনীর নেই। তার অংশ হিসাবেই আমরা গত ১৩ ডিসেম্বর উট ঘবংি নামক একটা নিউজ চ্যানেল রিপোর্টে দেখলাম – ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা সংগঠন জাতীয় শিক্ষাক্রম ২০২১; আমরা কেন উদ্বিগ্ন – শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে। সেখানে প্রোগ্রাম শুরুর আধা ঘণ্টা আগে জানানো হচ্ছে প্রোগ্রাম করা যাবেনা।প্রোগ্রাম করলে ঝামেলা হবে। কি ঝামেলা হবে? কারা ঝামেলা করবে? কেন ঝামেলা করবে? সেই প্রশ্নগুলো থেকেই যায়। বিশ্ববিদ্যালয় জ্ঞান ও সংস্কৃতি চর্চার কেন্দ্রবিন্দু। একটা শিক্ষাক্রম প্রণয়ন করা হয়েছে, শিক্ষক হিসেবে সেটা আলোচনা করার অধিকার তাদের আছে। স্বাধীন এই দেশে সেই বাকস্বাধীনতা নেই। সেই অধিকার নেই। ৭১ সালে পরাধীন দেশে বুদ্ধিজীবীদের প্রাণে হত্যা করা হয়েছে। আজ এই স্বাধীন বাংলাদেশে আমাদেরকে চেতনায় হত্যা করা হচ্ছে। আমাদের দেশের শিক্ষক, ছাত্র, তরুণ- যুবসমাজের নৈতিকতা, সমাজসচেতনতা,দেশপ্রেমকে ধ্বংস করা হচ্ছে। সেই অধিকার আদায় করতে হলে এই দেশের মানুষকে লড়তে হবে। ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীসহ আজ পর্যন্ত সমাজপ্রগতির লড়াইয়ে জীবনদানকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভা শেষ করা হয়।
Leave a Reply