কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জনসচেতনতামূলক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কণ্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য রবিবার (১০ ডিসেম্বর) সন্ধা ৭টার দিকে তালবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ শান্তি সমাবেশের আয়োজন করেন। তালবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল হালিম।
প্রধান বক্তা ছিলেন, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান কামারুল আরেফিন। শান্তি সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামারুল আরেফিন বলেন, এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য যা করার দরকার তাই করতে চাই। জনগণের সমর্থনে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে কুষ্টিয়া-২ আসনে মনোনয়ন জমা দিয়েছি। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে নেমেছি। আগামী ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারনা শুরু হবে। আচরন বিধি মেনে আগামী ৭জানুয়ারি নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি মাঠে থাকবেন বলে জানান। তিনি আরো বলেন, বিএনপি-জামাত সন্ত্রাসীর দল উন্নয়ন দেখতে পারে না। সে লক্ষ্যে তারা নির্বাচনকে সামনে রেখে বার বার দেশব্যাপি সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। অবৈধ হরতাল-অবরোধ জনগন মানে না। বিএনপির নেতাকর্মীরা দেশে ভীতিকর পরিবেশ তৈরি করে জনগণের জান-মালের ক্ষতি করছে। তাদের সকল অপশক্তি প্রতিহত করতে জনগণের পাশে ছিলাম, আছি, থাকবো। আওয়ামী লীগের উন্নয়নে কেউ বাধা দিতে আসলে তাকে রাজপথে প্রতিহত করা হবে। এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। তাই জমাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না। এ দেশে আর কখনো সংবিধান বহির্ভূত ভাবে নির্বাচন হবেনা। তাই জনমানুষ স্বাধীনতা বিরোধী কাউকে আর কখনো ক্ষমতায় নিয়ে আসবেনা। মিরপুর-ভেড়ামারায় শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিক ভাবে উচিত জবাব দেওয়া হবে। আমি এমপি হই বা না হই জনগনের কল্যানে মিরপুর-ভেড়ামার উন্নয়নে শেষ চেষ্টা করে যাবো।
এসময় প্রধান অতিথি অ্যাড. আব্দুল হালিম বলেন, বঙ্গবন্ধু কণ্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। এর প্রেক্ষাপটে কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ কুষ্টিয়ায় ব্যাপক উন্নয়ন করেছেন। সে উন্নয়ন আজ দৃশ্যমান। কিন্তু কুষ্টিয়া-২ আসনে জাসদের সভাপতি হাসানুল হক ইনু ক্ষমতায় থেকে আসনটিতে কোন উন্নয়ন করে নাই। তিনি আবারো ক্ষমতায় আসতে চান। এলাকার জনগণ উন্নয়ন চাই, সে লক্ষ্যে জনগণের সমর্থনে এই আসনটিতে কামারুল আরেফিন উপজেলা পরিষদ থেকে পদত্যাগ করে এমপি পদপ্রার্থী হয়েছেন। জনগন পরিবর্তন চান। তবে একট্টা ভাবে ক্ষমতায় থাকতে চাই ইনু। আমরা ইনুকে প্রতিহত করে এলাকায় উন্নয়নের আলো জ্বালাতে চাই। ইনু রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে কোন উন্নয়ন করেন নাই। এলাকায় যে সব উন্নয়ন হয়েছে সবই মাহবুবউল আলম হানিফ এর অবদান। অনুষ্ঠানে পরিচালনা করেন তালবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক টনি মন্ডল। এতে বিশেষ অতিথি ছিলেন, মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম জোয়ার্দার, মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, মিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও বহলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহেল রানা, তালবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মিঠু, বহলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সাইদুল, মিরপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি আসলাম আরেফিন, কুষ্টিয়া সদর উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন সহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে শুরুতেই পবিত্র কোরআন তেলআত অনুষ্ঠিত হয়ে, বিজয়ের মাসে বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহত সকল শহীদ ও যাদের জন্য আমরা পেয়েছি বিজয় সে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
Leave a Reply