ওলি ইসলাম। এশিয়া মহাদেশের প্রখ্যাত চিকিৎসক ডাঃ প্রকাশ মল্লিক বর্তমানে হোমিও চিকিৎসা জগতের একজন জীবন্ত কিংবদন্তি। সম্প্রতি তিনি ‘জাস্টিস অফ পিস’ সম্মানে ভূষিত হয়েছেন। তিনি একটি সক্রিয় ধারায় চিকিৎসা করেন, যা ‘মল্লিক মেথড’ নামে পরিচিত। আসলে ডাঃ মল্লিকের মেথড কোন প্যাথি নয়, তা হল ‘কিউরোপ্যাথি’। ডাঃ মল্লিক এর মধ্যে কোন গোড়ামী নেই । তার আছে ইনটিউশান। অতীতের প্রখ্যাত চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মধ্যে ইনটিউশান ছিল। ডাঃ রায় ছিলেন প্রথাভাঙ্গা চিকিৎসক। ডাঃ রায়ের গল্প বলিঃ এই গল্পটি প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের মাধ্যমে পাওয়া । সঞ্জীব বাবুর বন্ধুর মাথা ঘোরার রোগ হয়, যা কোনো প্যাথিতেই সারছিল না। সঞ্জীব বাবুর বাবার পরামর্শে তিনি ডাক্তার বিধান রায়ের কাছে যান। ডাক্তার বিধান রায় প্রেসক্রিপশন লিখলেন ‘রিভার্স হেড ‘ রোগী তো প্রেসক্রিপশন দেখে রেগে আগুন। এ কেমন ডাক্তার কোন ঔষধ না লিখে শুধু রিভার্স হেড লিখে ছেড়ে দিলেন। শেষে সঞ্জীব বাবুর বাবা ডাক্তার রায়ের কাছে গেলেন । ডাক্তার রায় বললেন, উনি উত্তর দিকে মাথা রেখে ঘুমান তাই চুম্বকতত্ত্বীয় কারণে তার মাথা ঘোরায় । তবে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে আর মাথা ঘুরবে না। তিনি তাই করলেন এবং মাথা ঘোরা রোগ সেরে গেল।
বিধান রায় তখন মুখ্যমন্ত্রী ৫ টার পর সবাই চলে যেতেন শুধু থাকতেন পুলিশ সার্জেন ও তার পি.এ। ঐ সময় থেকেই তিনি ফাইল দেখা শুরু করতেন। ডাক্তার রায় প্রসাব চেপে রাখতে পারতেন না তাই মাঝে মাঝেই তাঁকে টয়লেট যেতে হত। সেদিন রাত ৯ টা বেজে গেছে তার কাজ শেষ হয়নি, এদিকে ৯ টায় তার নৈশ ভোজ হবার কথা। তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন। সিঁড়িতে দাঁড়িয়ে সুইপারটি কাশছে। কাশি শুনে ডাক্তার রায় দাঁড়িয়ে পড়লেন। ডাক্তার রাইয সার্জনকে বললেন, গাড়ি রেডি আছে ? সুইপার টিকে এখনই হাসপাতালে নিতে হবে ওর টিবি হয়েছে। হাসপাতালে নেবার পর জানা গেল সত্যিই তার টিবি হয়েছে। পরদিন ডাক্তার রায় রাইটার্সে এসে ওই সুইপারের ফাইল চেয়ে পাঠালেন এবং তাকে এক মাসের ছুটি মঞ্জুর করতে বললেন। তখন পি. এ বলল, এটা তো রুলে নেই। ডাক্তার রায় বললেন, আগে তো ওর জীবন বাঁচাতে হবে, তারপর রুলের কথা ভাবা যাবে। একদিন এক গ্রামের চাষী ডাক্তার রায়ের কাছে এলো চিকিৎসা করাতে ।ডাক্তার রায় বললেন, তুমি চাষ করো? তাহলে এবার পেঁয়াজের চাষ করবে ও রোজ পেঁয়াজের রস খাবে। তাতেই তোমার সব রোগ সেরে যাবে।
পশ্চিমবঙ্গে তখন ম্যালেরিয়ার প্রকোপ ব্রিটিশরা তাদের সৈন্য বাহিনীদের জন্য সব কুইনাইন কিনে নিয়েছিল, ফলে বাজারে কুইনাইনের আকাল পড়ে। তখন ডাক্তার রায় ছাতিম পাতা থেকে ঔষধ তৈরি করে তার সাহায্যে দেশবাসীকে বাঁচান। এবারে বলবো ভারতের প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর রোগের কথা। নেহেরু খুব অসুস্থ। নেহেরু কন্যা ইন্দিরা গান্ধী খুব চিন্তিত ।কোন ডাক্তারই তার রোগ ধরতে পারছে না। লাল বাহাদুর শাস্ত্রী ডাক্তার রায় কে দিল্লী আসার জন্য অনুরোধ করেন ও বিমানের ব্যবস্থা করেন। ডাক্তার রায় দিল্লি যান এবং নেহেরুজীর পেট পরীক্ষা করেন। ও লাল বাহাদুর শাস্ত্রী ছাড়া অন্য সবাইকে ঘরের বাইরে যেতে বললেন এবং কিছুটা সাবান জল আনতে বললেন। নেহেরুর পাজামার দড়ি খুলতে যেতেই তিনি আপত্তি করেন। তখন তিনি বললেন আমি ডাক্তার ও আপনি রোগী । অতএব আমি কোন কথা শুনবো না। তারপর ডুশের সাহায্যে তার পায়খানা করালেন। ও কিছুটা ডাবের জল ও একটি হোমিও ঔষধ খাওয়াতে বললেন ।নেহেরুজি সুস্থ হয়ে গেলেন ।ডাক্তার রায় ছিলেন এই রকমই একজন প্রথাভাঙ্গা চিকিৎসক।
আমি এবার আর একজন প্রথাভাঙ্গা চিকিৎসকের কথা বলব, যার নাম ডাঃ প্রকাশ মল্লিক। তিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক। আমি ছিলাম একজন হোমিওপ্যাথি কেমিস্ট। ডাক্তার মল্লিকের সংস্পর্শে এসে অনেকে ডাক্তার হয়েছেন আবার অনেকে পেয়েছেন নতুন দিশা। এরকম একজন পলাশ মেইকাপ। সে স্যারের বাড়িতে কাজ করতে এসেছিল। কিছুদিন পর সে বলে স্যার আমিও আপনার মত ডাক্তার হব। সে ছিল মাধ্যমিক পাস। তারপর ডাক্তার মল্লিক তাকে টুয়েলভ পাস করিয়ে মেদিনীপুর সরকারি হোমিও কলেজ থেকে বিএইচএমএস পাস করান। এরপর সে ২০২১ হোমিওপ্যাথির এমডির প্রবেশিকা পরীক্ষায় চতুর্থ স্থান দখল করে। এই হলো ডাক্তার মল্লিকের সংস্পর্শে থাকার ফল। এবার আসি ডাক্তার মল্লিকের প্রথাভাঙ্গা চিকিৎসার প্রসঙ্গে। ডাক্তার মল্লিক ত্রিপুরা গেছেন একজন ব্যক্তির বাড়িতে তিনি আবার রাম ঠাকুরের শীষ্য। রাম ঠাকুরের ফটো দেখে ডাক্তার মল্লিক বললেন, আচ্ছা আপনার ঠাকুরের কি হাঁপানি ছিল? ভক্তের জানা ছিল না তাই উক্ত ভদ্রলোক ঠাকুরের অফিসে ফোন করে জানালেন যে ঠাকুরের সত্যি হাঁপানি ছিল। স্যারের সাথে ছিলেন ওখানকার দৈনিক পত্রিকার জনৈক প্রতিনিধি। পরদিন উক্ত কাগজে ছাপা হলো যে বিধান রোগীর চেহারা, রোগীকে দেখে বলতে পারতেন, যে তার কি রোগ আছে, আর বর্তমানে পশ্চিমবঙ্গের কিংবদন্তি হোমিওপ্যাথি ডাঃ প্রকাশ মল্লিক রোগীর ফটো দেখে বলতে পারেন তার কি রোগ আছে বা ছিল। আমরা একবার সুন্দরবনে একটা চিকিৎসা শিবিরে গেছি। সঙ্গে আছি আমি ডক্টর পি. মল্লিক ও ডাক্তার কুনাল ভট্টাচার্য্য। আমরা ১৬০ জন রোগী দেখার পর সবে খেতে বসেছি । সেই সময় এক ব্যক্তি এসে বলল আমার ছেলেটিকে একবার দেখে দিন। স্যার ছেলেটিকে দেখেই বললেন রিউম্যাটয়েড আর্থাইটিস ।ডাক্তার কুনাল ভট্টাচার্য বললেন, কি করে বললেন? ডাক্তার মল্লিক বললেন, রুগীর চোখ লাল। রোগীও স্বীকার করল যে পিজি হাসপাতাল তাকে রিওম্যাটয়েড আর্থাইটিস হয়েছে বলে বলেছিল। তো এই হলো ডাক্তার মল্লিকের ইন্টিউশানের উদাহরণ।
ডাক্তার নীলকমল বর্মন কাঁথির সাত মাইলে চেম্বার করেন। ডাঃ মল্লিকের পদধূলি পড়লে তার চেম্বার ভালো চলবে এই ধারণার বশবর্তী হয়ে ডাক্তার মল্লিককে তার চেম্বারে আসার নিমন্ত্রণ জানান । ডাঃ প্রকাশ মল্লিক ও ডাক্তার পার্থ সারথী মল্লিক তার চেম্বারে গেলে প্রায় শয়ে শয়ে রোগীর আগমন ঘটেছিল, যার কিছু অংশ ডাঃ মল্লিক ও বাকিটা ডাক্তার পার্থ সারথী মল্লিক দেখেছিলেন। ডাক্তার কুনাল ভট্টাচার্যের মামি শাশুড়ি এসেছেন ডাক্তার মল্লিককে দেখাতে । তার মাথায় যন্ত্রণা ।স্যার মুহূর্তের মধ্যে ওষুধ ল্যাক ক্যানাইলাম 200 দিলেন । রোগিনী কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার কুনাল ভট্টাচার্য বললেন আমি এক্ষেত্রে দিয়েছিলাম ল্যাকেসিস। কিন্তু তাতে কোন কাজ হয়নি। অথচ স্যার যে ওষুধ দিলেন তাতে মন্ত্রের মত কাজ হয়েছে। স্যারের হাতে জাদু আছে , সাত মাইলে একটা অদ্ভুত রোগী এসেছিল ১৬-১৭ বছরের ছেলে। তার সমস্যা হলো চুল ছাটতে গেলে অজ্ঞান হয়ে যায়। তাকে এলোপ্যাথিক হোমিওপ্যাথিক কবিরাজি ইত্যাদি চিকিৎসা করেও ভালো করতে পারেনি । স্যার দিলেন সালফোনল-২০০ জিনকো বাইলোবা-কিউ। রোগী এরপর থেকে আর কখনো অজ্ঞান হয়নি।
এবার আসি নীল কমল বর্মন সম্পর্কে কথা যখন এলো, তখনই বলি যে ডাক্তার নীলকমল বর্মন অনেক মেডিকেল বই রচনা করেন। তার ছেলে হোমিওপ্যাথি পড়তে চায়নি। তার ছেলের নাম অনির্বিদ বর্মন। পরে সে স্যারের চেম্বারে এসে রোগী ও স্যারের উপার্জন দেখে হোমিওপ্যাথিতে আগ্রহ দেখায় ও বর্তমানে সে হোমিওপ্যাথির ছাত্র। পায়ের কড়া (সিওআরএন) একটা অতি সাধারণ রোগ। এটা কমে যায় কিন্তু পুরোপুরি সারে না। স্যার হোমিওপ্যাথি ওষুধ দিলেন ও বলে দিলেন প্রতিদিন একটি করে ভিটামিন এ ট্যাবলেট খেতে। রোগী সে আদেশ মেনে চলায় তার আর কড়া নিয়ে কোন সমস্যা হয়নি। আসলে ভিটামিন ‘এ’ এর অভাবেই কড়া হয়।
স্যার একজন মহিলাকে দেখে বললেন, আপনার থাইরয়েড আছে। রোগী বলল, কি করে বললেন, তখন স্যার বললেন আপনার ভ্রুর চুল নেই তাই দেখে আমি বলেছি । একটি বাচ্চা মেয়ে সুন্দরবন থেকে এসেছে বয়স ১০ বছর। তার একটি চোখ ঠিকড়ে বেরিয়ে এসেছে । প্রায় দুই বছর যাবত সব রকম প্যাথির চিকিৎসা করও রোগ সারে নি বরং বেড়েছে। স্যার বললেন ওর ব্রেন টিউমার হয়েছে এবং সেই মতো ওষুধ দিলেন। একটি রোগী ১৬ বছর বয়স বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে । তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তারদের চেষ্টায় কিছু পরে তার জ্ঞান ফিরে আসে। ইতোমধ্যে তার চোখের ভীশন চলে যায় তখন তারা প্রখ্যাত চক্ষু হাসপাতাল দিশা তে যায় ।সেখান থেকে বলা হয় it is a case of neurology. তারা বলে এটা পুরোপুরি সারবে কিনা সময়ই বলবে- এখনই কিছু বলা যাবে না। অবশেষে উক্ত রোগী ডাক্তার মল্লিকের শরণাপন্ন হন।স্যার ঔষধ দিলেন এবং মোট পাঁচ বছরের মধ্যে সে পুরোপুরি সুস্থ। সে বর্তমানে একজন ইঞ্জিনিয়ার, বিবাহিত এবং সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করছে। এবার আসি ক্যান্সারের চিকিৎসা প্রসঙ্গে -আপনারা জানেন যে স্যার ক্যান্সার রোগীর শেষ আশ্রয় । সব জায়গা থেকে ঘুরে ব্যর্থ হয়ে স্যারের কাছে এসে ব্যাথাহীন জীবন লাভ করেন ও ভালো থাকেন।
যাদেরকে এলোপ্যাথি ডাক্তারেরা বলে দেন ১মাস/ ৬ মাস /১ বছর বাঁচবেন, সেই রোগীরা স্যারের কাছে এসে পাঁচ/ সাত/ দশ বছর পর্যন্ত ব্যাথাহীন জীবন লাভ করেন। ভারতের বিভিন্ন প্রদেশ বাংলাদেশ, নেপাল, ভুটান থেকেও রোগী আসেন। স্যার হোমিও ওষুধের পাশাপাশি ভিটামিন বি ১৭ এবং নারকেল টুকরো করে জলে ফুটিয়ে শুধু সেই জলটা নারকেল বাদ দিয়ে খেতে বলেন। এতে গ্যাস্ট্রিক ও প্রোস্টেট ক্যান্সারের রোগী অনেকটা উপকার পান। স্যার অনেককে সয়াবিনের ডাল ৫/৬ পিস জলে ভিজিয়ে রেখে পর দিন সকালে ডালটাকে খেতে বলেন।
এটা খাওয়ার ফলে বয়স্কদের, ক্যান্সার রোগীদের, বার্ধক্য জনিত কারণে ক্রোমোজোমের লেজ ছোট থাকে । একে বলে টেল মার্কস। এই ডাল খেলে বয়স্ক ব্যক্তিরা অনেকভাবে উপকৃত হন। কারণ এই ডালের মধ্যে আছে extra toxin hormone. ডাঃ মল্লিকের এই পদ্ধতি অনেকে স্বীকার করেন না কিন্তু রোগীরা আনন্দে থাকেন ।ডাঃ মল্লিক বলেন ,রোগীর মুখের হাসি আমার কাছে নোবেল পুরস্কারের চেয়েও বেশি।- ডাঃ পরিমল কুন্ডু।
Leave a Reply