কাগজ প্রতিবেদক ॥ “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আসরা ঐক্যবদ্ধ” প্রতিপাদ্যের আলোকে আলোচনা ও মানববন্ধন সহ নানা আয়োজনে কুষ্টিয়ার কুমারখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ গেইট চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন- ফেস্টুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধনী ঘোষণা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে আলোচনা ও মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আমিরুল আরাফাত। বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুকল্যান বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস হোসেন, সরকারি কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রফিক বিশ্বাস, প্রতিরোধ কমিটির সদস্য ও সাংবাদিক হাবীব চৌহান, সাংবাদিক মিজানুর রহমান নয়ন। এছাড়াও এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। দুর্নীতি বিরোধী দিবসের মানববন্ধন ও আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক সহ নানা শ্রেণী- মানুষ অংশগ্রহণ করেন।
Leave a Reply