এম আনোয়ার হোসেন নিশি ॥ “শেখ হাসিনার বারতা-নারীর পুরুষ সমতা”- “নারীর জন্য বিনিযোগ-সহিংসতা প্রতিরোধ” এই পতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া জেলা মহিলা বিষয়ক উপ-পরিচালকের কার্যালয়ের আয়োজনে ও বনলতা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সহযোগীতায় নারীর ক্ষমতায়ন-ও জীবন যাত্রার মান্নোনয়নে করনীয়, বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী সচেতনতা মূলক মত বিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ডিসেম্বর ২০২৩, বুধবার সকাল ১০ টার সময় যোগীয়া দরগা তলার রতœা-হিরা-পারভেজ প্রতিবন্ধী বিদ্যালয় চত্বরে মত বিনিময় সভার প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা মহিলা বিষয়ক উপ-পরিচালক নুরে সফুরা ফেরদৌস, বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক শফিকুর রহমান শফিক। মত বিনিময় সভা ও উঠান বৈঠকের সভাপতিত্ব করেন বনলতা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সম্পাদীকা জয়ীতা তাসলি রহমান। এ সময় উপস্থিত নারী- সংস্থার সদস্যাবৃন্দ বক্তব্য প্রদান করেন।
Leave a Reply