1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 11:52 am

কুষ্টিয়ায় টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের পরিকল্পনা ও মূল্যায়ন কর্মশালা

  • প্রকাশিত সময় Tuesday, December 5, 2023
  • 89 বার পড়া হয়েছে

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় উপজেলা পর্যায়ে ‘যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারন  প্রকল্পের’ মূল্যায়ন ও পরিকল্পনা প্রনয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় কুষ্টিয়া সদর উপজেলা মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সৌতম কুমার শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালার প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক হায়াৎ মাহমুদ এবং প্রদান বক্তা ছিলেন প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র ঘোষ। কর্মশায় কুষ্টিয়া সদর, কুমারখালী ও খোকসা উপজেলার কৃষি কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা অংশ গ্রহন করেন।

এসময় বক্তারা বলেন, একসময় এই দেশে খাদ্যাভাব ছিলো, সারের জন্য মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই কৃষি বান্ধব সরকারের দূরদর্শী ও যুগপৎ সিদ্ধান্তের ফলে আজ আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। সরকার প্রত্যন্ত গ্রাম পর্যন্ত যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন করেছে, যার সুফল ইতিমধ্যেই জনগণ ভোগ করতে শুরু করেছে। এই উন্নয়ন এখন বিশ্ব স্বীকৃত। বিশ্বে একসময় মালয়েশিয়ায় ‘মাহাতির মডেল’ কে উদাহরণ দেখানো হলেও বর্তমানে ‘হাসিনা মডেল’ ও বাংলাদেশকে আদর্শ হিসেবে দেখানো হচ্ছে। বক্তারা আরও বলেন সরকারের উন্নয়নের এই ধারাবাহিকতা আগামীতেও ধরে রাখতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা  ‘যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের’ প্রকল্প পরিচালক (পিডি) রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘বিশ^ প্যান্ডামিকের সংকটকালে চোখে আঙ্গুল দিয়ে প্রমান করে দেখিয়েছে যে বাংলাদেশের কৃষির ভিত কতো সুদৃঢ় অবস্থানে আছে। বিশে^র আকাশ ছোঁয়া উন্নত দেশগুলি যেখানে খাদ্য সংকটে ন্যূব্জ সেখানে বাংলাদেশের মানুকে এই সংকট স্পর্শও করতে পারেনি। সেকারণে বর্তমান কৃষি বান্ধব সরকারের লক্ষ্য দেশের খোরপোশ কৃষিকে বানিজ্যিক ও রপ্তানিমূখী কৃষিতে রুপান্তর করা। সেই লক্ষ্যে যশোর অঞ্চলের সম্ভাবনা ও সুযোগকে কাজে লাগিয়ে রপ্তানিযোগ্য বানিজ্যিক কৃষি পণ্য উৎপাদনের লক্ষ্যে এই যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যশোর অঞ্চলের ০৬টি জেলায় ৭৬ হাজারের বেশি কৃষককে প্রশিক্ষণ প্রদান করে দক্ষতা উন্নয়ন করা হবে।” প্রকল্পটির সফল বাস্তবায়নের ফলে এই অঞ্চলের কৃষির আমুল পরিবর্তন হবে এবং কৃষিতে এক নবপ্রাণের সঞ্চান ঘটবে’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640