ওলি ইসলাম ভেড়ামারা থেকে ॥ ভেড়ামারা দক্ষিণ রেলগেট সংলগ্ন পৌর কেন্দ্রীয় ঈদগাহ চত্বরে গতকাল রবিবার রাতে বঙ্গবন্ধু সার্কেল নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন আনুষ্ঠানিক ভাবে হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটির শুভ উদ্বোধন করেন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু। এ সময়ে আরোও উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্ততার“জ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল মেয়র আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুল আলম বিশ্বাস, কোষাধ্যক্ষ জাকির হোসেন বুলবুল, যুবলীগের উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আহাদুজ্জামান রানা, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহাগ। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিল্লুর রহমান খেলাটির উদ্যোগসহ সার্বিক পরিচালনার দায়িত্ব।
Leave a Reply