কুমারখালী প্রতিনিধি ॥ বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির কুমারখালী শাখা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকালে স্থানীয় বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডা. মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকলের সম্মতিতে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সুজয় চাকী কে সভাপতি ও বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুরুজ আলী কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট ৫ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন, প্রতীক আধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. রোকনুজ্জামান (শরিফুল) সহ সভাপতি, সোহাগ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নুরুল আমিন সোহাগ সহ সভাপতি, পরিচালক প্রতীক আধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক উদয়- উদ- জামান প্রতীক যুগ্ন সাধারণ সম্পাদক, নোভা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. আব্দুল আলিম বদর সাংগঠনিক সম্পাদক, ডিসান ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. ইফতেখার আহম্মেদ তুষার প্রচার সম্পাদক, ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সঞ্জীব কুমার চাকী অর্থ সম্পাদক, স্নিগ্ধা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মিসেস রেবেকা সুলতানা ও মিসেস রোকোয়া সুলতানা মহিলা বিষয়ক সম্পাদক, মো. হামিদুল ইসলাম বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতাল দপ্তর সম্পাদক, মো. নজরুল ইসলাম ডায়াবেটিস সমিতি, সদস্য, বিশ্বনাথ ঘোষ প্রদীপ সদস্য, তপু কুমার বিশ্বাস, সদস্য ও ডা. তাজামমুল হক উপদেষ্টা, ডা. মো. সরোয়ার হোসেন উপদেষ্টা, এটিএম আলফাজ উদ্দিনকে উপদেষ্টা মনোনীত করা হয়।
এ সময় কুমারখালীর বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply