কাগজ প্রতিবেদক ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুষ্টিয়া আইনজীবী সমিতি ও পাথরবাড়িয়া হিজলাকর দাখিল মাদ্রাসা কমিটি সহ শিক্ষকমন্ডলী। শুক্রবার (০১ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৬টার দিকে কুমারখালিতে ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এর দলীয় কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ও কুমারখালীর পাথরবাড়িয়া হিজলাকর দাখিল মাদ্রাসা কমিটির সভাপতি অ্যাড. শেখ আবু সাঈদ এর নেতৃত্বে উপস্থিত ছিলেন, মাদ্রাসা সুপার মাওলানা মিজানুর রহমান, কুষ্টিয়ার অতিরিক্ত জিপি তাপস কুন্ডু, কো-অর্ডিনেটার শংকর মজুমদার, দুদকের সাবেক পিপি অ্যাড আমিরুল ইসলাম, সিনিয়র অ্যাড. জয়দেব কুমার বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসা কমিটির সদস্য মাওলানা শহিদুল ইসলাম ও ফরহাদ হোসেন সহ নেতৃবৃন্দ। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় উক্ত দুই সংগঠনের নেতাকর্মী শুভেচ্ছা বিনিময় করেন। এসময় আবু সাঈদ বলেন, উন্নয়নের প্রতীক নৌকা, গরীব দু:খী মানুষের নেত্রী বঙ্গবন্ধু কণ্যা দেশরতœ শেখ হাসিনা। আগামী ৭জানুয়ারি নির্বাচনে খোকসা-কুমারখালীর সকল ভোটারদেরকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান করেন আইনজীবী সমিতির এই নেতা। এলাকার উন্নয়নে নৌকার বিকল্প নেই, সে লক্ষ্যে দলমত নির্বিশেষে পুনরায় জর্জকে নির্বাচিত করার আহ্বান করেন তিনি
Leave a Reply