1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 10:24 am
শিরোনাম :
পাবলিক লাইব্রেরী মাঠে শেষ হলো কুনাউ’র উদ্যোগে পিঠা উৎসব তারেক রহমানকে নিয়ে ভেড়ামারায় যুবদল নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বহিষ্কারের পরপরই সংবাদ সম্মেলনে চাইলেন ক্ষমা কেইউজে’র নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত খোকসায় রাস যাত্রা উৎসবে মেহেদী রুমী আমি সংসদে আবারো আপনাদের কন্ঠস্বর হতে চাই চুয়াডাঙ্গায় ফ্লিমই স্টাইলে গাছ ফেলে ডাকাতি, আটক-১ আলমডাঙ্গা পৌর ৪নং ওয়ার্ডে শরীফুজ্জামানের গণজোয়ার ৩১ দফায় মুক্তি ও শান্তির অঙ্গীকারে জনতার ঢল অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের আমীর খসরু গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না প্রধান বিচারপতি প্রশাসনিক নয়, সংস্কারের মূল লক্ষ্য নৈতিক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে সিভিল এভিয়েশনের পাওনা ৬ হাজার কোটি টাকা

কুষ্টিয়া-২- মিরপুর-ভেড়ামারা ইনুর আসনে মনোনয়ন নিলেন ডাঃ এস এম মুসতানজীদ

  • প্রকাশিত সময় Wednesday, November 29, 2023
  • 99 বার পড়া হয়েছে

‘এতদিন মানুষের চিকিৎসা সেবা দিয়েছি,এখন অবহেলিত জনপদকে আধুনিকায়নে কাজ করতে চাই’
কাগজ প্রতিবেদক ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ২ মিরপুর-ভেড়ামারা মহাজোট প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আসনে মনোনয়ন নিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবক অধ্যক্ষ, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি বিশিষ্ট সার্জন প্রফেসর ডাঃ এস এম মুসতানজীদ। গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার সহকারী রিটানিং অফিসার আকাশ কুমার কুন্ডুর নিকট স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়ন পত্র জমা দেন। কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডাঃ এস এম মুসতানজিদ দীর্ঘদিন থেকে রাজশাহী মেডিকেল কলেজে পড়াকালীন সময় থেকে রাজনীতির সাথে জড়িত ছিলেন। এর আগে তার নিজ এলাকা ভেড়ামারা উপজেলার গোলাপনগরের নিজ বাড়ী থেকে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে ভেড়ামারা উপজেলা চত্তরে আসেন ডাঃ এস এম মুসতানজিদ।
পরে মিরপুরে সহকারি রিটানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের কাছেও মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তার স্ত্রী ডাঃ ফাতেমা আশরাফ, ভাই ফেমাস সরোওয়ার্দীসহ পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।  জানা যায়, ডাঃ এস এম মুসতানজীদের জন্ম ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। গ্রামের মানুষের কাছে তিনি লোটাস নামেই সমধিক পরিচিত। উচ্চশিক্ষিত সরকারী চাকুরীজীবি বাবার চাকুরীসূত্রে তার কৈশোর এবং শৈশব কেটেছে বাংলাদেশের বিভিন্ন স্থানে। পারিবারিক ঐতিহ্যের সূত্রেই তিনি প্রকৃতি বিলাসী, বন্ধুবৎসল, পরোপকারী মানবিক ও সাম্যের মুল্যবোধ নিয়ে বেড়ে উঠেন। শিশুকাল থেকেই প্রচন্ড মেধাবী লোটাস, পঞ্চম এবং অষ্টম শ্রেনীতে ট্যালেন্টপুলে বৃত্তিসহ স্টুডেন্ট স্কাউটে উজ্জল প্রতিভার স্বাক্ষর রাখেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি জয়পুরহাটের খঞ্জনপুরে থাকতেন। পিতা মরহুম আব্দুল মজিদ স্বাধীনতার পক্ষের একজন সক্রিয় সমর্থক ছিলেন। তিনি বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ সরকার কে সমর্থন করে পূর্ব পাকিস্তান সরকারের পক্ষ ত্যাগ করে ভারতে চলে যান এবং মুক্তিযোদ্ধাদের সক্রিয় সহযোগিতা করেন। জয়পুরহাটের খঞ্জনপুর মিশন স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় ডাঃ মুসতানজীদ এর পরিচয় হয় কুষ্টিয়া রথখোলা নিবাসী খন্দকার আব্দুল জলিল-এর ছেলে খন্দকার আসাদুজ্জামান বাবলুর সাথে। আসাদুজ্জামান বাবলু ম্যাট্রিক পাশ করার পর জয়পুরহাটে চলে যান। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনের পরপরই মুক্তিযুদ্ধ শুরুর পূর্বেই জেলার খঞ্জনপুরের মুক্তিযুদ্ধের সংগ্রামী সংগঠক বাঘা বাবলু নেতৃত্বে এবং সুগার মিলের ইঞ্জিনিয়ার ইদ্রিস-এর সহযোগিতায় বুড়োদার দোকানে দেশীয় প্রযুক্তিতে একটি যুদ্ধকামান নির্মান করা হয়। কিশোর মুসতানজীদ সেই কামান তৈরীতে সক্রিয় সদস্য ছিলেন। উল্লেখ্য সেই হস্ত নির্মিত কামানটি এখনো জাতীয় যাদুঘরে সংরক্ষিত আছে। মুক্তিযুদ্ধের সময়ে বাবার সাথে ভারতে অবস্থানকালে তিনি মুক্তিযোদ্ধা বাবলু’র দলে যোগ দেন এবং পশ্চিম দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার চিঙ্গিসপুর, কামারপাড়া, কুরমাইল, ত্রিমোহনী এবং হিলিতে মুক্তিযোদ্ধারদের সাথে কাজ করেন। কিশোর লোটাসকে কামারপাড়া ক্যাম্পের ক্যাপ্টেন মিঃ ডোকরা যুদ্ধের বিভিন্ন সহযোগী কাজের দায়িত্ব দেন; তন্মধ্যে Ammunition তথা অস্ত্রাগার তদারকি অন্যতম ছিলো। ১৯৭১’র ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত হিলিতে বাঘা বাবলু’র সাথে হিলির বাগজানা এলাকায় রণাঙ্গনে প্রত্যক্ষ ভাবে উপস্থিত ছিলেন কিশোর মুসতানজীদ। এখনও ডাঃ মুসতানজীদ লোটাস জয়পুরহাটের এবং পাচবিবি এলাকার বয়োজেষ্ঠদের কাছে বিশেষভাবে সমাদৃত। প্রফেসর মুসতানজীদ ১৯৭৫ সালে ম্যাট্রিক, ১৯৭৭ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ১৯৮৩ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জন  (BCPS)  থেকে সার্জারী ডবষয়ে স্নাতকোত্তর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। তিনি IPGMR এ গবেষনা সহকারী এবং পরবর্তীতে আর.এস জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও সেখানকার দারুন সব সুযোগ সুবিধাদি ত্যাগ করে তিনি ফিরে আসেন নিজ জেলায় এলাকার মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার প্রত্যয় নিয়ে । কুষ্টিয়া ২শ৫০ শর্য্যার হাসপাতালে সার্জারী বিভাগের জুনিয়র কনসালটেন্ট হিসাবে যোগদান
করেন। সেই থেকে অদ্যাবধি তিনি এলাকার হাজার হাজার মানুষকে চিকিৎসা সেবা দিয়ে চলেছেন। প্রফেসর মুসতানজীদের হাত ধরেই ১৯৯৯ সালে কুষ্টিয়া জেলায় প্রথম
ল্যাপারোস্কোপিক সার্জারীর যাত্রা শুরু হয়। তারই সফল নেতৃত্বে ২০১৬ সালে সোসাইটি
অব ল্যাপারোস্কোপিক সার্জনস অব বাংলাদেশের  (SLSB) ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয় লালন আর রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত পূণ্যভূমি কুষ্টিয়ায়। অধ্যাপক ডাঃ মুসতানজীদ লোটাস এবং তার স্ত্রী অধ্যাপক ডাঃ ফাতেমা আশরাফ, স্বল্প আয়ের বৃহত্তর জনগোষ্ঠীর  চিকিৎসার বিষয়ে সর্বদাই সচেষ্ট। তারা ১৯৯৩ সাল থেকে অদ্যাবধি অতি স্বল্পমুল্যে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন। এই চিকিৎসক দম্পতি নিজ এলাকায় “আরোহী” নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তোলেন, যেখানে বিনামুল্যে স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্য ক্যাম্প, চক্ষু ক্যাম্প সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। “আরোহী” আর্সেনিক দূষন ও প্রতিরোধ, আর্সেনিক আক্রান্ত রোগীদের সনাক্ত ও প্রাথমিক চিকিৎসা প্রদান এবং গনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে। তার গ্রামের বাড়ীতে মাত্র ২০ টাকা মুল্যে সাপ্তাহিক  খন্ডকালিন চিকিৎসা সেবা প্রদান করে থাকেন । শিল্পীমনা এই বিশেষজ্ঞ সার্জন চিকিৎসেবার পাশাপাশি সাংস্কৃতিক জগতের রেখেছেন অনেক অবদান। ২০১৪ সালে নিজ এলাকার সুপ্ত প্রতিভার শিল্পীদের প্রতিভা বিকাশ এবং তাদের মান উন্নয়নের জন্য “পথের গায়ক” নামে একটি সংগীত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, দুস্থ মানুষের কল্যানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমুলক কাজের সদা নিবেদিত প্রাণ । ডাঃ মুসতানজীদ করোনাকালীন সময়ে দেশের শীর্ষস্থানীয় টিভি চ্যানেল এ বিভিন্ন সময়ে “টক শো” তে অংশগ্রহন করে করোনা বিষয়ে গুরত্বপপূর্ন নির্দেশনা প্রদান করেন। এই ক্রান্তিকালে এলাকায় কর্মহীন এবং দুস্থ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণসহ নানা প্রকার সহযোগিতা কার্যক্রম পরিচালনা করেন। প্রতি বৎসর এই দম্পতির বিবাহবার্ষিকী এবং জন্মদিনের অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ এলাকার দুস্থ অসহায় মানুষ এবং শিশু-কিশোরের মাঝে কম্বল, জ্যাকেট ইত্যাদি বিতরণ করে তাদের ভালোবাসা-স্নেহমমতা বিলিয়ে দেন মানুষের কল্যাণে। তিনি এলাকার স্কুলের ছাত্রছাত্রীর নিয়ে ‘‘প্রকৃতির মাঝে হেথায় এসো শিখি গল্প আর খেলায়” নামে একটি অনানুষ্ঠানিক স্কুল চালু করেছেন, যেখানে এলাকার বিভিন্ন শ্রেনীর ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক চর্চা এবং বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনার মাধ্যমে পুথিগত বিদ্যার পাশাপাশি অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জন করে থাকে। ডাঃ মুসতানজীদ লোটাস তার সাতপুরুষের ঐতিহ্যবাহী পৈতৃক বাড়ীটি সংস্কার করে আধুনিক ও দৃষ্টিনন্দন রুপ দিয়েছেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনসহ স্বাধিকার থেকে স্বাধীনতার আন্দোলনের স্মৃতিস্বরূপ মুক্তিযুদ্ধের অসংখ্য নিদর্শন স্থাপন করেছেন এই ‘লোটাস হেরিটেজ হোম’ নামক প্রাঙ্গনে। তিনি তার বাড়িতেই পূর্ব পুরুষদের সৃষ্ট লাইব্রেরীর কথা মনে
রেখে এখানেই শিশু কিশোরদের জন্য একটি লাইব্রেরী চালু করতেও ভুলেননি।
তিনি টরেন্টো ভিত্তিক  International Voluntary Scientist Society against

Arsenic এর সদস্য ছিলেন| Bangladesh Medical & Dental Council (BM & DC) Gi 2019-2020 G Councilor  নির্বাচিত হন। তিনি Indian  ssociation of  Surgeons (ASI) এর একজন সম্মানিত সদস্য। অধ্যাপক ডাঃ এস.এম. মুসতানজীদ ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারী কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে অবসর গ্রহণ করেন। তিনি বর্তমানে চিকিৎসক সংগঠন বিএমএ’ কুষ্টিয়ার সভাপতি এবং তিনি কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন
করছেন। তিনি ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতির উপদেষ্টা। বৃহত্তর কুষ্টিয়ার ঘরে ঘরে রয়েছে ডাঃ মুসতানজীদ এর চিকিৎসাসেবা পাওয়া রোগী। তিনি বাংলাদেশের একজন প্রতিভাবান জনপ্রিয় চিকিৎসক। ডাঃ মুসতানজীদ লোটাস বঙ্গবন্ধু’র আদর্শের সৈনিক, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র মান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।  উল্লেখ্য, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বাড়ী ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নে ও স্বতন্ত্র প্রার্থী এস এম মুসতানজীদের বাড়ীও মোকারিমপুর ইউনিয়নে। তারা দুজনে প্রতিবেশী। গত তিনটি নির্বাচনে কুষ্টিয়ার এই ২ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে এমপি নির্বাচিত হন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। আসনটি এখনও ফাঁকা রাখা হয়েছে। ইনুকে ছাড় দেওয়ার জন্য আসনটি ফাঁকা রাখা হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী। এ ব্যাপারে ডাঃ এস মুসতানজীদ সাংবাদিকদের জানান, তিনি দীর্ঘদিন মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। এখন মানুষের সার্বিক উন্নয়নের কথা ভেবে এবং মিরপুর-ভেড়ামারাকে একটি আধুনিক মডেল এলাকা হিসেবে উন্নতি করতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি বলেন, এ আসনে যত হেভিয়েট নেতাই থাকুক না কেন জণগণ যাকে ভালোবেসে ভোট দেবেন তিনিই জয়ী হবেন। এখানে কে কি তার বিবেচনা হবে না। বিবেচনা হবে ব্যক্তির। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া সদরসহ ৬টি উপজেলায় দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন পত্র জমা ও উত্তোলনকে কেন্দ্র করে একটি ভোটের উৎসব জমে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640