কুমারখালী প্রতিনিধি ॥ আওয়ামী লীগের গাড়িবহর থেকে ফেরার পথে মাটিভর্তি ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবলীগ নেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া – রাজবাড়ী সড়কস্থ কুমারখালীর জিলাপি তলা এলাকার লালন ইটভাটার গেটে এ দুর্ঘটনা ঘটে। আহত নেতার নাম মো. রুহুল আমিন (২২)। তিনি উপজেলার চাপড়া গ্রামের শাহাদত হোসনের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর ঘাতক ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, কুষ্টিয়া -০৪ আসনে ফের আওয়ামী লীগের মনোয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। তিনি আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে তাঁর নির্বাচনী এলাকা খোকসার শিয়ালডাঙ্গী এলাকায় পৌছান। এউপলক্ষ্যে কুমারখালী ও খোকসা উপজেলার কয়েক হাজার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে এমপি জর্জকে বরণ করতে যায়। সেখান থেকে গাড়িবহর নিয়ে ফেরার পথে কুমারখালী জিলাপি তলা লালন ভাটার প্রবেশপথে যুবলীগকর্মী রুহুল আমিনের মোটরসাইকেলটিকে চাপা দেয় ওই ভাটার মাটিভর্তি ড্রাম ট্রাক ( রেজিস্ট্রেশন বিহীন)। এতে যুবলীগকর্মীর ডান পা পৃষ্ট হলে অন্যান্যকর্মীরা তাকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী আবুল কালাম আজাদ বলেন, আমার খোকসা থেকে কুমারখালীর দিকে যাচ্ছিলাম। সেসময় একটি ড্রাম ট্রাক এন্টিগেটর না জ্বালিয়ে পিছন থেকে ডানে মোড় নিয়ে রুহুলের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে রুহুলের পা পৃষ্ঠ হয়ে গেছে। চাপড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি খাইরুল ইসলাম খোকন বলেন, আহত কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর এক পা কেটে ফেলার আশঙ্কা রয়েছে। কুষ্টিয়া সদর হাসপাতালের আর এম ও তাপস কুমার জানান, ডান পা থেতলে গেছে। চিকিৎসা চলছে। এখনই কিছু বলা যাচ্ছেনা। কুমারখালী থানার উপ পরিদর্শক কামরুজ্জামান জানান, রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আর ড্রাম ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply