মোঃ বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা আসমানখালির নান্দবার-বন্দরভিটা মোড়ে হাজী আনিছুর রহমান লিটু মিয়া ও কিরণ কুমার সাহা নামের দুই পাট ব্যবসায়ীর গোডাউনে গত ২৩ নভেম্বর বিকেলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ২৫ লাখ টাকার ১৩০০ মণ পাট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দুজন ব্যবসায়ী দীর্ঘ বছর ধরে বাধায় মালামালের ব্যবসা (ষ্টক) করে আসছে। সরেজমিনে ঘুরে জানা যায়, অগ্নিকান্ডের সুত্রপাত কিভাবে ঘটেছে তা কেউ জানতে পারে নাই। তাদের গোডাউনে বিদ্যুৎ সংযোগ নেই যেকারণে সটসার্কিট থেকে আগুন লাগার কোন সুযোগ নেই বলে জানান, ব্যবসায়ী হাজী লিটু ও কিরণ। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ব্যবসায়ীরা বলেন, আমরা বন্দর ভিটার এমদাদুল হক ওদুদ মিয়ার গোডাউন ভাড়া নিয়ে ব্যবসা করে আসছি, গোডাউনে আমাদের ১৩০০ মণ পাট আগুনে পুড়ে গেছে যার বর্তমান বাজার মূল্য ২৫ লাখ টাকা। গোডাউনের উপরের টিনের ছাউনি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সবকিছু হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা।
Leave a Reply