এম আনোয়ার হোসেন নিশি, মিরপুর থেকে ॥ “আসন্ন নির্বাচনে বিএনপি আসুক আর নাই-ই- আসুক, ১৪ দলীয় জোট- এক সাথে এবং জোট গত ভাবেই নির্বাচন করবে। মনে রাখবেন আমি ১৪ দলীয় জোটের প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে মিরপুর-ভেড়ামারা আসনে নির্বাচন করবো”।
কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনের উন্নয়নের রুপকার, সর্ব সাধারনের আশ্রয়স্থল একাধিক বারের সংসদ সদস্য ও সাবেক সফল মন্ত্রী জননেতা হাসানুল হক ইনু এমপি মিরপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বূাহী অফিসার জহুরুল ইসলামের কাছে মনোনয়ন পত্র জমা। ২৬ নভেম্বও ২০২৩ রবিবার দুপুরে মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় নারী জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা হক রিনা এমপি,জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ আব্দুল আলিম স্বপন,কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি আলহাজ¦ গোলাম মহসিন,কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী,ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি আনছার আলী, কুষ্টিয়া জেলা জাসদেও সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, উপজেলা জাসদের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোশিউর রহমান মিলন, মিরপুর উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, জাতীয নারীজোট মিরপুর পৌর শাখার সভানেত্রী শেফালি খাতুন. সাধারন সম্পাদিকা লিপি খাতুন, উপজেলা নারী জোটের যুগ্ম-সাধারন সম্পাদিকা রুমানা হক মেম্বার, কুষ্টিয়া জেলা জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক ডাক্তার মাসুদ রানা, জাতীয় যুবজোট মিরপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান বিদ্যুৎ, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মীর মুক্তিছুর রহমান মির্জাসহ মিরপুর ও ভেড়ামারা উপজেলা জাসদ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জননেতা হাসানুল হক ইনু এম পি মনোনয়ন পত্র জমা প্রদানের আগে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত আলাপ কালে তিনি বলেন ১৯৭১ সালে মুজিব বাহিনী গঠন করে, যুদ্ধ চলাকালিন ১০ হাজার মুক্তিযোদ্ধার কমান্ডার হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি এবং ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছি। দারিদ্রতার কষাঘাত থেকে বাংলার মানুষকে ক্ষুধা মুক্ত করার প্রায় দ্বার প্রান্তে, তখনী বিএনপি জামাত দেশে জ¦ালাও পোড়াও আন্দোলন করে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে । বর্তমান সরকার সকল বাধাকে উপখিত করে জনগনকে সাথে নিয়ে আবার ও ক্ষমতায় আসবে। তাই ঐ পরাধিনতার শৃংঙখল ভেঙ্গে জনগণকে সাথে আবার ও ১৪ দলীয় সরকারকে দেশের উন্নয়নে বার বার দরকার মনে করে- অবশ্যই দেশের জন্য আপনারা আবার ও নৌকা মার্কায় ভোট দিবেন। জননেতা হাসানুল হক ইনু আরো বলেন নির্বাচনে তফসিল ঘোষনার পরে মাননীয় প্রধানমন্ত্রী ও জোট নেত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছেন যে,আওয়ামী লীগ ১৪ দলীয় জোট= জোট গতভাবে নির্বাচন করবে এবং আওয়ামী লীগের প্রতীক নৌকা মার্কা জোটের প্রার্থীরা ব্যবহার করতে পারবেন। কিন্তু গতকালকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জোট নিয়ে যে আলোচনা করেছেন,এটা নিয়ে জনগনের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। তবে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা মহোদয়ের সাথে সর্বশেষ জোটের বৈঠক ও নির্বাচন কমিশনকে দেয়া শেখ হাসিনার চিঠিই প্রমান করে,আসন্ন নির্বাচনে বিএনপি আসুক আর নাই-ই- আসুক, ১৪ দলীয় জোট- এক সাথে এবং জোট গত ভাবেই নির্বাচন করবে। মনে রাখবেন আমি ১৪ দলীয় জোটের প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে মিরপুর-ভেড়ামারা আসনে নির্বাচন করবো।
Leave a Reply