স্পোর্টস ডেস্ক ।। ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচে এমনিতেই উন্মাদনার শেষ নেই। এর মধ্যে গত বুধবার দুই দলের খেলায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় যোগ হয়েছে নতুন মাত্রা। গ্যালারিতে সমর্থকদের মারামারির পর খেলা শুরু হতে বিলম্ব হয় ৩০ মিনিটের মতো। এরপর ম্যাচেও ছিল দুই দলের মারমুখী ভঙ্গি, রোমাঞ্চকর লড়াই শেষে আর্জেন্টিনা মাঠ ছাড়ে ১-০ গোলের জয় নিয়ে।
ম্যাচের একপর্যায়ে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে তর্কে জড়ান ব্রাজিলের রদ্রিগো। রিয়াল মাদ্রিদে খেলা ব্রাজিলের নতুন নাম্বার টেন লিওনেল মেসিকে ‘কাপুরুষ’ সম্বোধন করেন। ওই কথার জবাব দিতে তেড়ে আসেন লিওনেল মেসি। রদ্রিগোকে গলা চেপে ধরেন তিনি এবং বলেন, ‘আমরা বিশ্বচ্যাম্পিয়ন। তাহলে আমরা কীভাবে কাপুরুষ হলাম? আয়নায় নিজেদের মুখ দেখো।’
এর আগে ম্যাচ শুরু হওয়ার আগেই দুই দলের সমর্থকরা গ্যালারিতে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ব্রাজিলের দর্শকরা আর্জেন্টিনার জাতীয় সংগীত নিয়ে কটাক্ষ করেছে বলে অভিযোগ ওঠে। হাতাহাতি থামাতে স্টেডিয়ামে দায়িত্ব পালন করা ব্রাজিলের পুলিশ লাঠি চার্জ করে।
এরপর থেকে বর্ণবাদী মন্তব্যের শিকার হতে হচ্ছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোকে। আর্জেন্টিনা ও মেসিভক্তের করা বিদ্রুপের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে রদ্রিগো লেখেন, ‘বর্ণবাদীরা সবসময়ই সক্রিয় থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে অপমান ও সব ধরনের বাজে কথা দিয়ে আক্রমণ করা হয়েছে। এটা সবাই দেখতে পারবেন।’
তিনি আরও লিখেছেন, ‘আমরা যদি তারা যা চায় সেটা না করি, তাদের পছন্দমতো আচরণ না করি, এমন কিছু পরিধান করি যা তাদের বিরক্ত করে, তারা আমাদের আক্রমণ করার সময় যদি আমরা আমাদের মাথা নিচু না করি, আমরা যদি নিজের জায়গা বুঝে নিতে যাই তাহলেই বর্ণবাদীরা তাদের অপরাধমূলক আচরণ করবে। তাদের জন্য দুঃখপ্রকাশ করছি। আমরা থামব না।’
এর আগে ব্রাজিলের আরেক ফুটবলার ভিনিসিয়াসকে একাধিক বার বর্ণবিদ্বেষী আক্রমণের মুখোমুখি হতে হয়েছে। বেশির ভাগই স্পেনের ঘরোয়া লিগে। তিনি বারবার প্রতিবাদ জানিয়েছেন। অতীতে ব্রাজিল কালো জার্সি পরেও খেলেছে প্রতিবাদে।
এদিকে মারাকানায় লাতিন আমেরিকার ক্লাসিকো শুরুর আগে মারামারির ঘটনার তদন্ত করবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তদন্তে ব্রাজিল দোষী প্রমাণিত হলে বিশ্বকাপে বাছাইয়ে দলটির কাটা যাবে পয়েন্ট। এমনকি আর্থিক জরিমানা কিংবা দর্শকশূন্য মাঠে খেলার শাস্তি হতে পারে।
Leave a Reply