বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলমডাঙ্গার বিশিষ্ট প্রবীণ সাংবাদিক,কবি,সাহিত্যিক, নাট্য ব্যক্তিত্ব খন্দকার হামিদুল ইসলাম আজমের ৬৮ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। গতকাল আলমডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে কবির বাসায় জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খন্দকার শাহ আলম মন্টু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি শিক্ষক জামিরুল ইসলাম। আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক ও সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি গোলাম রহমান চৌধুরীর উপস্থাপনায় বক্তব্য রাখেন গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সাধারন সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার,কবি আব্দুল খালেক,কবি অহর আলী,ও কবি হামিদুল ইসলাম আজম। প্রধান অতিথি বলেন,খন্দকার হামিদুল ইসলাম আজম, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, কবি, সাহিত্যিক, নাট্য ব্যক্তিত্ব ও দৈনিক সময়ের সমীকরণ-এর আলমডাঙ্গা অফিস প্রধান ও বীর মুক্তিযোদ্ধা। তিনি আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক। তার ৬৮ তম জন্মদিনে প্রেসক্লাব ও সকল সাহিত্যিক দের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। প্রধান আলোচক বলেন, হামিদুল ইসলাম আজম একজন বহুমুখী প্রতিভার নাম। তিনি একাধারে, নাট্যাভিনেতা, নাট্যকার, কবি, সাহিত্যিক, সাংবাদিক, প্রাবন্ধিক, ফুটবলার, বাচিক শিল্পী, সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। ৫২এর ভাষা আন্দলনের উপর নির্মিত তার রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় টেলিছবি”আজও ভুলিনি”সম্প্রতি বেশ নাম করেছে। এ সময় কবি হামিদুল ইসলাম আজম নিজের সম্পর্কে বলেন, ‘আমি ছোট বয়স থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ি। বিশেষ করে নাটকের প্রতি আমার বরাবরই ঝোক ছিল। নাটক লেখা, মঞ্চ করা, রেডিও নাটক করা, টেলিভিশনে নাটক করার শখ ছিল। সবই একে একে করেছি। কিন্তু বয়সটা ততদিনে অনেক দূর গড়িয়ে গেছে। মাত্র ১৪ বছর ৭ মাস বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে চলে গেছি। আজ বয়স বেড়েছে, কিন্তু মনের জোরে এখনও সব কাজ করে বেড়াচ্ছি। আপনারা আমাকে যে ভালবাসা দেখালেন সে জন্য আমি সাহিত্য পরিষদ ও প্রেসক্লাবের সকল সদস্যের কাছে কৃতজ্ঞ। এর আগে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, থানা অফিসার ইনচার্জ বিল্পব কুমার নাথ সহ সকল দপ্তরের প্রধান গন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩ শতাধিক সাংবাদিক, কবি সাহিত্যিক শুভেচ্ছা জানিয়েছেন।
Leave a Reply