মোঃ বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রয়াত সদস্য ও দাতা সদস্যদের স্মরণে প্রেসক্লাব ভবনে প্রতি বছরের ন্যায়
গতকাল ১৮ নভেম্বর(শনিবার) স্মরণ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইসলাম রকিবের সঞ্চালনায় ও প্রেসক্লাব সভাপতি সরদার আল-আমিনের সভাপতিত্বে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এ স্মরণ সভায় প্রয়াত সদস্যদের স্মরণে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সাবেক সভাপতি মাহাতাব উদ্দীন, আজাদ মালিথা, সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল হক স্বপন, সাংবাদিক সমিতির সহ-সভাপতি শেখ সেলিম, শাহ-আলম সনি, অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও হুসাইন মালিক প্রমুখ।
প্রয়াত সদস্যদের পরিবারের মধ্যে থেকে বক্তব্য রাখেন, মাহফুজ উদ্দীন খাঁন, ওয়াহিদ জোয়ার্দ্দার শান্ত ও লাবলুর রহমান।
স্বরণ সভায় বক্তব্য প্রদানকালে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, প্রয়াতদের ত্যাগের ফসল ১৯৬৬ সালের প্রতিষ্ঠিত চুয়াডাঙ্গা প্রেসক্লাব। তাদের দেখানো পথেই আমরা পথ চলছি। এ জন্য আমরা তাদের কাছে চির ঋণী। প্রয়াত সহকর্মীদের স্মরণ করে চুয়াডাঙ্গা প্রেসক্লাব যে উদারতার পরিচয় দিয়েছে তা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ফলে এ অঙ্গণে আরো কীর্তিমানের আবির্ভাব হবে। সমৃদ্ধি হবে এ জেলার সাংবাদিকতা।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা প্রেসক্লাব জন্মলগ্ন থেকে যেসব সদস্য ও দাতা সদস্য প্রয়াত হয়েছেন তাদের গভীরভাবে স্মরণ করা হয়।
এর মধ্যে প্রয়াত সদস্য আতিয়ার রহমান, মোহাম্মদ আলী, দাউদ হোসেন, এ কে এম মুছা, ওয়াছিকুর রহমান জোয়ার্দ্দার, ওদুদ হোসেন, ফিরোজ খাঁন, সাইফুল হোসেন পিনু, তানজির হোসেন রনি, মকবুলার রহমান, প্রয়াত দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আলী গেন্দু মিয়া, সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বশিরা মান্নান ও এস এম জোহার নাম স্মরণ করা হয়।
Leave a Reply