1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 1:44 pm

কুমারখালী উপজেলা সমাজ সেবা কর্মকর্তার অভিযোগ সংস্কার কাজ শেষ না করেই বিল তুলে নেওয়ার অভিযোগ

  • প্রকাশিত সময় Tuesday, November 14, 2023
  • 271 বার পড়া হয়েছে

কুমারখালী প্রতিনিধি ॥  নির্দিষ্ট সময় শেষ হলেও শেষ হয়নি সংস্কার কাজ। কিন্তু  বরাদ্দের সব টাকা তুলে নিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার। এমন অনিয়মের অভিযোগ উঠেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সমাজসেবা কার্যালয়ের সংস্কার কাজ নিয়ে। অভিযোগ রয়েছে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ – পরিচালক আব্দুল কাদেরের যোগসাজশে কাজ শেষ না করেই বরাদ্দের সব টাকা তুলে নিয়েছেন ঠিকাদার।

জানা যায়, ২০২২- ২০২৩ অর্থবছরে উপজেলা সমাজসেবা কার্যালয় মেরামতের জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান কুষ্টিয়ার সামাদ এন্ড সন্স। এস্টিমেট অনুযায়ী সমাজসেবা কার্যালয় ভবনের চারটা কক্ষে চারটা থাই ফ্রেম সহ কাঁচের দরজা ও ১২ টা থাই কাঁচের জানালা লাগানো, ওয়াশরুম ও কক্ষের মেঝেতে টাইলস বসানো, ভবনের দেওয়াল গুলো রঙ এবং ছাদে পলেস্তারা করার কথা ঠিকাদারী প্রতিষ্ঠানের। কিন্তু ঠিকাদার শুধু মাত্র তিনটি কক্ষের মেঝেতে টাইলস বসিয়েছে এবং দেওয়ালে ঘষামাজা ও ছাদের পলেস্তারা ঢালাই করে চলতি বছরের ২২ জুন বরাদ্দকৃত সব টাকা তুলে নিয়েছে ঠিকাদার।

মঙ্গলবার সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলা সমাজসেবা কার্যালয়ের দেওয়াল গুলোর অংশবিশেষ সিমেন্ট ও বালু দিয়ে ঘষামাজা করা হয়েছে। তিনটি কক্ষের মেঝেতে টাইলস বসানো হয়েছে। দরজা – জানালা গুলো রয়েছে পুরানো সেই কাঠের। ওয়াশরুমে টাইলস নেই। দেওয়াল রয়েছে পুরানো রঙে। আর সমাজসেবা কর্মকর্তার কার্যালয় রয়েছে আগের মতোই।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, সংস্কার কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। শুধুমাত্র তিনটি কক্ষে টাইলস আর দেওয়াল ও ছাদে ঘষামাজা করে ঠিকাদার পাঁচ লাখ টাকা তুলে নিয়ে চলে গেছে, আর আসেনি। তাঁর ভাষ্য, এক থেকে দেড় লাখ টাকার কাজ হয়েছে। বিষয়টি তিনি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও ইউএনও কে জানিয়েছেন।

অনিয়মের সকল অভিযোগ অস্বীকার করেছেন কাজের ঠিকাদার ফয়সাল আহমেদ। তিনি বলেন, আমি এস্টিমেটের বাইরেও অতিরিক্ত কাজ করেছি। কাজ সমাপ্তির প্রত্যয়ন পেয়েছি, বিলও পেয়েছি। তাঁর ভাষ্য, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী তাঁর কাজে বাঁধা সৃষ্টি করেছে।

অভিযোগ অস্বীকার করে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ – পরিচালক আব্দুল কাদের জানান, এঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত পরে বলা যাবে। এখনই আর কথা বলতে রাজি হননি তিনি। তাঁর ভাষ্য, নিয়ম অনুযায়ী সংস্কার কাজ করা হবে। ইউএনও বিতান কুমার মন্ডল জানান, কাজে অনিয়ম হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সঠিকভাবে সংস্কার কাজ শেষ করার বিষয়ে জেলা প্রশাসক স্যারকে অবহিত করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640