1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 1:50 pm

অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৬ তম জন্মবার্ষিকী উদযাপন মীর মোশাররফ হোসেনের লেখা আমাদের বাংলাসাহিত্যকে আরও সমৃদ্ধ করেছেঃ মোঃ এহেতেশাম রেজা

  • প্রকাশিত সময় Monday, November 13, 2023
  • 107 বার পড়া হয়েছে

কুমারখালী প্রতিনিধি ॥  বাংলা সাহিত্যের অমর কথাসাহিত্যিক, বিষাদসিন্ধু রচিয়তা মীর মশাররফ হোসেনের ১৭৬ জন্মবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ায় দুইদিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা শুরু হয়েছে। কবির বাস্তুভিটায় গ্রাম – বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটকের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও  কুষ্টিয়া জেলা প্রশাসন। বসেছে গ্রামীণ মেলা।  সোমবার দুপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা শেষে বিকাল ৪ টায় আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা। তিনি বলেন, মীর মোশাররফ হোসেন আমাদের বাংলা সাহিত্যের এক অমর কথা সাহিত্যিক। তাঁর লেখা বিষাদ সিন্ধু বিশ^ব্যাপী আমাদের বাংলাভাষাকে বিশেষভাবে পরিচিতি অর্জন করেছে। তাঁর লেখা গল্প, উপন্যাস, কবিতা আমাদের বাংলা সাহিত্যভান্ডারকে আরও সমৃদ্ধ করেছে। তিনি বেশি বেশি করে মীর মোশাররফ হোসেনর লেখা গল্প-কবিতা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার আহবান জানান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার জুবায়ের রিপন, কবি ও সাহিত্যক আলম আরা জুঁই প্রমুখ। অনুষ্ঠানে ইউএনও বিতান কুমার মন্ডল  সভাপতিত্ব করেন। মীর মশাররফ হোসেনের জীবন ও সাহিত্যকর্মের উপর আলোচনা করেন কবি সৈয়দ আব্দুস সাদিক। স্বাগত বক্তব্য রাখেন চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হক মঞ্জু। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমি এবং লালন একাডেমির শিল্পীরা। সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে কবির বাস্তুভিটায় গ্রাম – বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটক অনুষ্টিত হয়েছে। বসেছে গ্রামীণ মেলা। মেলায় হরেকরকম পণ্যের পসরা সাজিয়েছে ব্যবসায়ীরা। দুর দুরান্ত এসেছে হাজারো দর্শনার্থী। মঙ্গলবার রাতে কুমারখালী বিজয় নাট্যগোষ্ঠীর পরিবেশনায় কবির লেখা ‘ জমিদার দর্পণ ‘ নাটক মঞ্চায়নের মধ্যদিয়ে শেষ হবে দুইদিন ব্যাপী আয়োজন। জানা যায়, মীর মশাররফ হোসেন সাহিত্যকর্ম রচনার পাশাপাশি সাংবাদিকতা ও সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। ভারতী, সংবাদ প্রভাকর, মিহির, হাফেজ, আহমদী, নবরতœ প্রভৃতি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন।ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা ও ফারসি ভাষা রপ্ত করেন তিনি। ধর্ম, আইন, প্রবন্ধ, ইতিহাস বিষয়ে আলোচনা, নাটক, গান ও উপন্যাস রচনা করেছেন তিনি। এরমধ্যে কোরআন, শাহনামা, গুলিস্তা, কাসাসুল আম্বিয়া, রামায়ন-মহাভারত, বিদ্যাসুন্দর দাশরথী রায়ের পাঁচালী, বানভট্রের কাদম্বরী উল্লেখযোগ্য। ১৮৬৯ সালে লেখা মীর মশাররফ হোসেনের “রতœবতী” উপন্যাসটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর তাঁর অমর সৃষ্টি ১৮৮৫ সালে লেখা “বিষাদ সিন্ধু” এ ছাড়া উদাসীন পথিকের মনের কথা, রাজিয়া খাতুন, তহমিনা, বাঁধাখাতা, বধূমাতাও উল্লেখ্য। তার রচিত নাটক বসন্ত কুমারী ও জমিদার দর্পণ আমাদের বাংলাসাহিত্যে এক বিশেষ জায়গা দখল করে আছে। তিনি ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মীর মোয়াজ্জেম হোসেন, মাতার নাম ছিল দৌলতন নেসা। তিনি ১৯১১ সালের ১৯ শে ডিসেম্বর ইন্তেকাল করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640