মোঃ বশিরুল আলম, আলমডাঙ্গা ॥ আলমডাঙ্গার বিশিষ্ট নাট্যাভিনেতা, সাংবাদিক ও কাশফুল মিডিয়া ২৪ এর কর্ণধার ও ঝিনেহ ব্র্যাক ব্যাংক কর্মকর্তা মাহফুজুর রহমান (মাহফুজ) সড়ক দুর্ঘটনায় আহত। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার সময় মটর সাইকেল যোগে তার আঞ্চলিক অফিস মাগুরাতে যাবার পথে হরিণাকুন্ডু নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।খবর পেয়ে তার পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসে।উল্লেখ্য মাহফুজ আলমডাঙ্গা প্রেসক্লাবের নির্বাহী সদস্য। সে দৈনিক সময়ের সমীকরনের সাবেক সহকারী ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছে। তার দ্রুত সুস্থতা কামনা করেছে আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু,সাধারন সম্পাদক হামিদুল ইসলাম,সহ-সভাপতি রুনু খন্দকার,সহ সাংগাঠনিক সম্পাদক বশিরুল ইসলাম,যুগ্ম সম্পাদক শাহাবুল ইসলাম,সাহিত্য সম্পাদক জামিরুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক আতিকুর রহমান,আইসিটি সম্পাদক মীর ফাহিম ফয়সাল,কাশফুল মাল্টি মিডিয়ার ২য় কর্নধার রাশেদ রানা বিপন প্রমুখ।
অসুস্থ মাহফুজুর রহমান সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
Leave a Reply