1. nannunews7@gmail.com : admin :
September 19, 2024, 12:57 am

কুষ্টিয়া বায়তুল জান্নাত জামে মসজিদ সড়কের প্রবেশ মুখে সওজের ড্রেনের উচ্চতা আর সি সি সড়ক লেবেলের দাবী এলাকাবাসীর

  • প্রকাশিত সময় Tuesday, November 7, 2023
  • 79 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ চলছে কুষ্টিয়া ফোরলেনের কাজ। মজমপুর গেট থেকে আলফামোড় পর্যন্ত এখন মুল সড়কের কাজ। দু পাশে সরকারী স্থাপনা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের সিন্ধান্তের পর সড়কের এ অংশের কাজ শুরু হবে বলে জানা গেছে। কিন্তু সড়কের দক্ষিণ পাশ ঘেঁষে ড্রেন নির্মাণের কাজ চলমান। নিয়ম অনুযায়ী আবাসিক এলাকা, গুরুত্বপুর্ণ স্থাপনার প্রবেশ মুখে সাধারণত ড্রেন বা রাস্তার উচ্চতা সড়ক লেবেল বা এলাকার সড়ক লেবেল রাখার কথা। সে অনুযায়ী ফোরলেনের কাজে কুষ্টিয়া দাদাপুর সড়কে ড্রেনের উচ্চতা পুরাতন আলফামোড় (সওজের বাংলোর প্রবেশ মুখ) এবং হাজীর গলীতে ভেতরের রাস্তার লেবেল রাখা হয়েছে। বায়তুল জান্নাত জামে মসজিদ সড়কের বাসিন্দারাও দাবী করেছেন এ সড়কের প্রবেশ মুখের সড়কটিও যেন ভেতরের রাস্তার লেবেল রাখা হয়।
জানা যায়, সম্প্রতি কুষ্টিয়া পৌরসভার ইউজিপ-৩ প্রকল্পের আওতায় পুলিশ লাইনের সামনে পশ্চিম মজমপুর বায়তুল জান্নাত জামে মসজিদ সড়কসহ হাজীর গলিতে ড্রেন ও রাস্তা নির্মাণ হয়েছে। এতে করে বেশ কিছু আবাসিক বাড়ী নিচে চলে গেছে। তার পরও এলাকাবাসী দীর্ঘদিনের পানিও জলের সমস্যা থেকে মুক্তি পেতে পৌর সভার উন্নয়ন প্রকল্পকে মেনে নিয়েছে। সম্প্রতি কুষ্টিয়া বটতৈল থেকে ত্রীমোহনী পর্যন্ত ১০ কিঃি মিঃ ফোরলেন, ১০ কিঃ মিঃ ড্রেনেজ কাজ শুরু হয়েছে। ড্রেন ও রাস্তার উচ্চতা আগের উচ্চতার চেয়ে কয়েক ফুট উচু হওয়ায় রাস্তার পাশে বসতবাড়ী, দোকান, মার্কেট বেশ সমস্যায় পড়েছে। উন্নয়ন প্রকল্পবলে এলাকাবাসী মেনে নিয়েছে তাদের দুর্ভোগ। কিন্তু পশ্চিম মজমপুর বায়তুল জান্নাত জামে মসজিদ সড়কে প্রায় ৪ হাজার বাসিন্দা রয়েছে। প্রতিদিন এ সড়ক দিয়ে উদিবাড়ী, কারীকর পাড়া, রেললাইন, জগতিসহ বেশ কিছু এলাকার আরও কয়েক হাজার মানুষ, পরিবহন এ সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। কিন্তু সড়কের প্রবেশ মুখের ড্রেনের উচ্চতা যদি এলাকার পৌরসভার নির্মিত রাস্তার লেবেল না হয় তা হলে সাধারণ মানুষের দুর্ভোগের সীমা থাকবে না। এ ব্যাপারে এলাকাবাসী জানিয়েছে, সড়ক ও জনপথ বিভাগের উচিত হবে এ সড়কে বসবাসরত বাসিন্দাদের জন্য সড়কের প্রবেশ মুখের ড্রেনের উচ্চতা পৌরসভার রাস্তার লেবেল রাখা। আলফামোড়, হাজীর গলিতে যেভাবে রাখা হয়েছে সে ভাবে এ সড়কের ড্রেনের উচ্চতার লেবেলটি রাখা উচিত। এ ব্যাপারে ওই ১৮ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর শাহ জালাল জানান, আমি বিষয়টি অবগতি হয়েছে। অবশ্যই ড্রেনের উচ্চতা পৌরসভার রাস্তার লেবেলে রাখতে হবে। তা না হলে মানুষের দুর্ভোগের সীমা থাকবে না । এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেকট্রার সাইড ম্যানেজা সবুজ জানিয়েছেন, আমরা এলাকাবাসীর কথা বিবেচনা করেই ড্রেনের উচ্চতা করবো। কোন সমস্যা হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640