1. nannunews7@gmail.com : admin :
February 5, 2025, 2:02 pm

কুষ্টিয়ার খোকসায় প্রতিবন্ধী নারী হত্যা’র মামলা নেয়নি পুলিশ অভিযোগ পরিবারের

  • প্রকাশিত সময় Tuesday, November 7, 2023
  • 196 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ যৌতুক মামলায় দন্ডপ্রাপ্ত পলাতক স্বামী রফিকুল ইসলাম(৩৮) গ্রেফতার এড়িয়ে সাবেক স্ত্রী মাঝারি মাত্রার বুদ্ধি প্রতিবন্ধী ইয়াসমিন নিপা(২৮)কে তুলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় নিহত ইয়াসমিনের পরিবার অপহরণ করে হত্যা মামলা করতে চাইলে খোকসা থানা পুলিশের বিরুদ্ধে মামলা না নেয়ার অভিযোগ উঠেছে। নিহতের ভাই সাজ্জাদুর রহমানের অভিযোগ আদালতের রায়ে দন্ডপ্রাপ্ত হয়েও দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়িয়ে আমার বোন নিপাকে হত্যার হুমকি দিচ্ছিলো, পুলিশকে জানালেও বিষয়টিকে গুরুত্ব দেয়নি খোকসা থানা পুলিশ। এবিষয়ে পুলিশ জানায়, দন্ডপ্রাপ্ত পলাতক রফিকুলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা আছে, পুলিশ তাকে খুঁজছে, তবে মামলা না নেয়ার অভিযোগ সঠিক নয়, পবিবারের দেয়া অভিযোগ খতিয়ে দেখবে পুলিশ। নিহতের ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে’।

 

এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ফেব্রুয়ারীতে নগদ তিন লক্ষ টাকাসহ নানা উপঢৌকন যৌতুক এবং সমপরিমান টাকার দেনমোহর ধার্য্যে বিয়ে হয় কুষ্টিয়া খোকসা উপজেলার শিমুলিয়া পাইকপাড়া মির্জাপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছবেদ আলীর কন্যা ইয়াসমিন নিপার। একই গ্রামের কুদ্দুস আলী সেেেখর ছেলে রফিকুল পারিবারিক ভাবেই বিয়ে করেছিলো নিপাকে। যদিও বিয়ের শুরুতেই অর্থলোভী রফিকুকের চরিত্র প্রকাশ পায়। কিন্তু মেয়ে সুখের কথা ভেবে সব নির্যাতন সহ্য করছিলো নিপা ও তার পরিবার। অব্যহত এই যৌতুক নির্যাতনের  অবসান ঘটাতে নিপা ও তার মা আদালতের  দ্বারস্থ হন। আদালতে দেয়া আর্জিতে বিশদ বিবরনে রফিকুলবেক যৌতুক হিসেবে দেয়া সাকুল্যে সম্পদের আর্থিক মূল্য দেখানো হয়েছে ১০ লক্ষ টাকা। এতোকিছুর পরও শেষ পর্যন্ত নির্মম হত্যাকান্ডে জীবন দিতে হলো নিপাকে। গত ৩১ তারিখ সন্ধায় নিজ বাড়ির সামনে থেকে অপহৃত হয় নিপা এবং পরদিন সকালে বাড়ির অদুরে একটি নারিকেল সুপারি বাগান থেকে নিপার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক রফিকুল ও তার সহযোগীরা এই হত্যাকান্ডে জড়িত দাবি করে অবিলম্বে রফিকুল সহ জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেছে পরিবার।

নিহতের মা ফিরোজা বেগমের অভিযোগ, ‘২০১৯ সালের অক্টোবরে আমার স্বামী ব্রেন স্ট্রোক করে অসুস্থ্য হয়ে প্যারালাইজ হয়ে যায়। স্বামীর চিকিৎসা চালাতে গিয়ে আর্থিক সংকট দেখা দেয়। তখন জামাই রফিকুলের দাবিকৃত টাকা দিতে না পারায় আমার নিপাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। সেকারনে বাধ্য হয়ে প্রতিবন্ধী মেয়ের পক্ষে আমিই ওই যৌতুক মামলায় বাদি হয়েছিলাম। ওই মামলায় আদালত ৫মাস আগে রায় দিয়েছে রফিকুলের ২ বছরের জেল আর ১০হাজার টাকা জরিমানা। ওই সময় থেকেই রফিকুল পলাতক থেকে হুমকি দিয়ে আসছিলো। পুলিশ যদি রফিকুলকে গ্রেফতার করে জেলে দিতো তাহলে আমার মেয়ে নিপাকে খুন করতে পারতো না’।

নিহত নিপার পিতা সাবেক সেনা সদস্য ছবেদ আলীর দাবি, ‘মেয়ের বিয়ের পর থেকেই জামায়ের দাবি পুরন করতে গিয়ে দফায় দফায় অন্তত: ১০ লক্ষ টাকা দিয়েছি। তবুও আমার মেয়েকে বাঁচতে দিলো না’। আমি মেয়ে হত্যার বিচার চাই’। অভিযোগ বিষয়ে কথা বলতে প্রতিবেদক সরেজমিন খোকসা উপজেলার বিলজানি মাদ্রাসাপাড়ার বাসিন্দা আব্দুল কুদ্দুস আলী সেখের ছেলে রফিকুলের বাড়িতে গেয়ে সেখানে পুরুষ শুন্য বাড়িতে কথা বলেন রফিকের ছোট ভাইয়ের স্ত্রী সাহারা খাতুন বৃষ্টি। তিনি বলেন, ‘রফিকুল আমার ভাসুর হয়, উনি তো অনেকদিন ধরেই বাড়ি তেকে পলাতক। বাড়ি আসে না। এখন লোকমুখে শুনছি উনিই নাকি তার ওই বউকে মাইরি ফ্যালেচে’।

নিহত নিপার যৌতুক মামলাটির আইনগত সহায়তাকারী আ্ইনজীবী এ্যাড. রাকিব হাসান রানা জানান, ‘সি আর মামলা নং ৪৫/২০২০ এবছরের ১৬ জুন বিজ্ঞ আদালতে রায় ঘোষনার দিন থেকেই পলাতক থেকে নানা ভাবে নিপা ও তার পবিারকে প্রান নাশের হুমকি দিয়ে আসছে। রফিকুল এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। গ্রেফতারী পরোয়ানা কার্যকর হলে হয়ত নিপাকে এভাবে জীবন দিতে হতো না’।

খোকসা থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোস্তফা হাবিবুল্লাহ জানান,‘নিহতের স্বামী রফিকুলের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা আদেশ রয়েছে। পুলিশও তাকে খুঁজছে। তবে পুলিশের অবহেলা বিষয়ে পরিবারের দেয়া অভিযোগ সঠিক নয়। অভিযোগের বিষয়ে খতিয়ে দেখে এবং ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে পুলিশ’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640