মোঃ বশিরুল আলম আলমডাঙ্গা থেকে ॥ গতকাল আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ তারিফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি পরিচালনাকালে গোপন সংবাদের প্রাপ্তির ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন আলমডাঙ্গা পৌর কাঁচা বাজার শেডের অভ্যান্তরে জনৈক সুমন আলী এর বীজের দোকানের সামনে হতে আলমডাঙ্গা পৌরসভার এরশাদপুর গ্রামের মোঃ কফিলউদ্দিন এর ছেলে, ১। মোঃ ইয়াসিন হোসেন (২২), পৌরসভার মাদ্রাসা পাড়ার শ্রী নিতাই বিশ্বাস এর ছেলে, ২। তাপস কুমার বিশ্বাস (১৯), পৌরসভার ক্যানালপাড়ার প্রেমানন্দ অধিকারীর ছেলে, ৩। বিশ্বজিত অধিকারী (১৯), সর্ব থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাদেরকে চোরাই ১টি ওয়াটার পাম্প সহ হাতে নাতে আটক করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়।
Leave a Reply