এম আনোয়ার হোসেন নিশি মিরপুর থেকে ॥ অনগ্রসর জনপদে আধুনিক ও যুগোপযোগী কৃষি প্রযুক্তি ভিত্তিক শিক্ষা বিস্তারের লক্ষে সর্ব সাধারণের সহযোগীতায় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম-পয়ারী এলাকার মাঝামাঝি পোড়াদহ-আমলা সড়কের পাশে অবস্থিত এলাকাবাসির প্রচেষ্টায় “টিপু সুলতান কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট” ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত টিপু সুলতান কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট এর ভিত্তি প্রস্তর স্থাপন এবং অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন এল্কাার গৌরব- মিরপুর তথা কুষ্টিয়ার কৃতি সন্তান- বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের মাননীয় বিচারপতি মোঃ আবু জাফর সিদ্দিকী। প্রধান আলোচ্যক ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এলাকার গৌবর ও সমাজ সংস্কারন ও বিশিষ্ট শিক্ষুরানুরাগী এ কে এম টিপু সুলতান বিশ^াস। শনিবার দুপুর ২ টার সময় ভিত্তি প্রস্তর ও আলোচনা সভার সভাপতিত্বে করেন “টিপু সুলতান কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট” গভনিং বডির সভাপতি- বিশিষ্ট শিক্ষানুরাগী ও সঙ্গীত প্রেমি- জুবদাতুন নেছা। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জাস্টিস আবু জাফর সিদ্দিকী টেকনিক্যাল ইনস্টিটিউট সভাপতি ড. নার্গিস আফরোজ, ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ লিটন আলী, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, মিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি হারুন অর রশিদ, মিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রানি সম্পদ অফিসার ডাক্তার এস এম মাহমুদুল হক, মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, দিশা সংস্থার নির্বাহী পরিচালক ও সমাজের নিঃপেষিত মানুষের আস্তা ভাজন ব্যক্তিত্ব আলহাজ¦ রবিউল ইসলাম, মিরপুর উপজেলার পোড়াদহ মৎস্য-খামার ও বীজ উৎপাদক ব্যবস্থাপক ড. আবুল কালাম আজাদ, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন “টিপু সুলতান কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট কমিটির আহ্বায়ক” গরীর দুঃখী মানুষের অতি আপনজন ও ছাতিয়ান ইউনিয়ন পরিষদ সুযোগ্য চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস। এ সময় বিভিন্ন কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, শিক্ষক, সমাজপতি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় সমাজ সেবক, এবং “টিপু সুলতান কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট” পরিচালনা কমিটির সদস্য/ সদস্যাবৃন্দ বক্তব্য প্রদান করেন।
Leave a Reply