মোঃ বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ গতকাল শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা চত্বর থেকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিল সমবায়ের মাধ্যমে প্রতিটি কাজ সুসম্পন্ন্ করতে। দশের লাঠি একের বোঝা। তাই কোন কাজ একা না করে সম্মিলিত ভাবে করলে সেটার একটা যথাযথ ফলাফল পাওয়া যায়। কোন কাজকে ছোট করে দেখা যাবে না, সমবায়ের মাধ্যমে শক্তিবৃদ্ধি পায়।
উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, সমাজের অবহেলিত লোকজন সমবায়ের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে যে কোন বৃহৎ কাজ করতে পারছে। যা তাদের একার পক্ষে সম্ভব ছিল না। সমবায়ের নিবন্ধন নিয়ে বসে থাকলে হবে না। সঠিকভাবে কাজ করতে হবে। সুদের ব্যবসা বন্ধ করতে হবে। নিজের মধ্যে সঞ্চয় জমিয়ে সেটা দিয়ে বিভিন্ন প্রকার প্রকল্প হাতে নিয়ে এগিয়ে যেতে হবে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমাল আহমেদ ডন, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, ইন্সটেক্টর জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা সাহারুল ইসলাম। আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজমের পরিচালনায় বক্তব্য রাখেন সরকারি কলেজের সহকারি অধ্যাপক ডক্টর মাহবুবুবুর রহমান, বিশিষ্ট সমাজকর্মি গোলাম সরোয়ার শামীম, সিরাজুল ইসলাম, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মনজুরুল ইসলাম বেলু, হাফেজ মাসুদ কামাল, অর্পিতা পাল, পানি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি এনামুল হক প্রমুখ।এর আগে উপজেলা পরিষদ চত্তরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন ও নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।
Leave a Reply