মীর ফাহিম ফয়সাল, আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে।”বঙ্গবন্ধুর ভাবনা,সংবিধানের বর্ননা”শির্ষক প্রতিপাদ্যকে সামনে নিয়ে, গতকাল ৪ নভেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ হল রুম আলোচনা সভায় সভাপতিত্ব করেন,আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধতা দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সালমুন আহমেদ ডন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ,উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর জামাল হোসেন, উপজেলা সমবায় অফিসার সারুল ইসলাম।কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামশিদুল হক মুনির উপস্থাপনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সরকারি কলেজের সহকারী অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, মাসুদ কামাল, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম সারোয়ার শামীম, সহকারী শিক্ষক মোঃ বিপ্লব হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্লাবের শিক্ষক অর্পিতা পাল, পানি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি এনামুল হক প্রমূখ। প্রধান অতিথি বলেন, ১৯৭১ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। পরবর্তিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭২ সালে পুর্নাঙ্গ সংবিধান রচিত হয়। এ বছর দ্বিতীয়বারের মতো রাষ্ট্রীয়ভাবে দিবসটি উদযাপন করা হচ্ছে। গত বছর ৪ নভেম্বর ‘ক’ শ্রেণির জাতীয় সংবিধান দিবস হিসেবে ঘোষণা করা হলে প্রথমবারের মতো দিবসটি উদযাপন করা হয়েছিল।
Leave a Reply