দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ্’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি ও দৌলতপুর আইন শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম ও দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সাক্কীর আহমেদ, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম, প্রাগপুর বিজিবি কোম্পনী কমান্ডার সুবেদার আমজাদ হোসেন, হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী, আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী, আড়িয়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, চিলমারী ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নান, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ও ডিপিসি’র সভাপতি আব্দুল আলীম সাচ্চু। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভার সভাপতি দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ্ দৌলতপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দৌলতপুরকে চোরাচালান ও মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করে সভা শেষ করেন। এরাআগে সভার শুরুতে রিফাইতপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ বাবলু’র মৃত্যুতে শোক প্রস্তাব করেন সভার সভাপতি দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ্। পরে তাঁর স্মরণে ১ মিনিটি নীরবতা পালন করা হয়।
Leave a Reply