কাগজ প্রতিবেদক ॥ সংবাদ সম্মেলন করে নিজেকে আগামী জাতীয় নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন নতুন রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট- বিএনএম এর নেতা আরিফুর রহমান। কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসন যেখান থেকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু মহাজোটের প্রার্থী হয়ে থাকেন সেই আসনে প্রার্থী হবেন তিনি। শনিবার কুষ্টিয়ার মিরপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন বিএনএমএর মিরপুর উপজেলা শাখার সভাপতি আরিফুর রহমান । সেসময় পাটির জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আরিফুর বলেন, এ অঞ্চলে জনপ্রিয়তা থাকায় দল থেকে তাকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। সেমতে তিনি তৃণমূলে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। কমিশনের ঘোষণামতে ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন হলে আমি জয়লাভ করবো- আশা প্রকাশ করেন তিনি। বলেন, ইনু ঢাকায় থাকেন ২-৩ মাস পর এলাকায় আসেন। জনগণ কাছে চান না, এ কারণেই তারা আমাকে এমপি হিসেবে দেখতে চাচ্ছেন। মানুষের সেবা করতে আমি এলাকাতেই থাকবো
Leave a Reply