1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 11:25 pm
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

মিরপুরে দরিদ্র কৃষকের ধানক্ষেত পুড়িয়ে দেয় প্রতিপক্ষ

  • প্রকাশিত সময় Saturday, October 28, 2023
  • 170 বার পড়া হয়েছে

এম আনোয়ার হোসেন নিশি, মিরপুর থেকে ॥ কুষ্টিয়া জেলার  মিরপুরে হত দরিদ্র কৃষকের দেড় বিঘা জমির ধানক্ষেত পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। এ ব্যাপারে মিরপুর থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভুগি জহুরুল ইসলাম। সূত্রে জানান  মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া গ্রামের হায়দার আলী মালিথার ছেলে জাকিরুল ইসলাম (৩৬)  প্রতিদিনের ন্যায় গত ২৫ অক্টোবর (বুধবার ) সকালে তার জমিতে ফসল দেখার জন্য গেলে   ৫০ শতক ধানক্ষেত পুড়িয়ে দেয়া অবস্থায় দেখতে পেয়ে দিশা হারা হয়ে পড়েছে, এবং আতœাতে ভেঙ্গে পড়েছে। বিষয়টি নিকটআথœীয় ও এলাকার গণ্রমান্য ব্যক্তিদের সাথে  আলোচনা করে  তেঘরিয়া গ্রামের প্রতিপক্ষ ০৫ জনের নাম উল্লেখ করে মিরপুর থানায় অভিযোগ দায়ের করেন। স্থানীয় সুত্রে জানা যায়-উক্ত ৫০ শতক জমি নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে।এমনকি এঘটনায় আদালতে মামলা হয়ে রায় ও হয়েছে। কিন্তু স্থানীয় ভাবে দখল সংক্রান্ত বিরোধ না মেটায় ফসল পুড়োনোর ঘটনা ঘটেছে মর্মে এলাকার মানুষ মন্তব্য করেন। স্থানীয় কৃষক রহুল প্রামানিক বলেন-জমির ধান যার ই হোক,কিন্তু সেটা পুড়িয়ে দেয়া অত্যন্ত জঘন্য একটা অপরাধ। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেই ঘটিয়ে থাকুক,আমরা তার শাস্তি চাই,প্রশাসনের কাছে উপযুক্ত বিচারের দাবি করছি । তবে এঘটনায় কোন নিরপরাধ ব্যক্তিকে ফাসিনো যেন  না- হয়,  সে দিকে প্রশাসনের কাছে জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640