দৌলতপুর প্রতিনিধি ॥ ঢাকাসহ সারা দেশে বিএনপি-জামাত সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে নৈরাজ্য সৃষ্টি ও আজ রবিবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দৌলতপুর উপজেলা যুবলীগ। গতকাল শনিবার সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর নেতৃত্বে আল্লারদর্গা বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আল্লারদর্গা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আল্লারদর্গা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে তা শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী বলেন, ঢাকাতে জামাত বিএনপি যে তান্ডবলীলা চালিয়েছে তাতে আর আমাদের ঘরে বসে থাকার সময় নেই। এখন থেকে রাজপথেই জামাত-বিএনপিকে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে তিনি কঠোর হুসিয়ারী দেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান লোটন চৌধুরী, যুবলীগ নেতা আমিন লস্কর, আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান মেম্বর, শহিদুল ইসলাম, হাসান মেম্বর, সাবেক ইউপি সদস্য সাজদার হোসেন, যুবলীগ নেতা আলীরাজ, বিদ্যুৎ, তুষন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply