মীর ফাহিম ফয়সাল আলমডাঙ্গা থেকে ॥ ১৯৭০ সালের তৎকালীন প্রভাবশালী সামরিক জান্তা ইয়াহিয়া খান পাকিস্তানের রাষ্ট্রপ্রধান। দেশে মার্শাল ল জারি ছিল ন্যায্য দাবিতে আন্দোলনরত ঢাকার পোস্তগোলা ও চট্টগ্রামের শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে শ্রমিক হত্যা করে বর্বর সামরিক জান্তা। ওই ঘটনার বিস্ফোরণে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। সারা দেশের মতো আলমডাঙ্গায়ও তৎকালীন আওয়ামী লীগের বিশিষ্ট নেতাদের নেতৃত্বে আলমডাঙ্গা পাইলট হাইস্কুলের শিক্ষার্থীরা মার্শাল ল উপেক্ষা করে শহরের প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে।ছাত্র থাকাকালীন অবস্থায় মঈনউদ্দিন সামরিক শাসনের জারির মধ্যে আলমডাঙ্গার থানার মধ্যে প্রকাশ্য দিনের বেলায় পাকিস্তানি পতাকা নামিয়ে অগ্নিসংযোগ করে ছিলেন এবং উড়িয়ে দেন আন্দোলনকারীদের কালো পতাকা। সামরিক বিধিতে জেল খেটে জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে যোগদান করে বীর মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেয়েছে। কিন্তুু ‘অগ্নিসেনা’ হিসেবে আজও রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি পাননি। এই বীর মুক্তিযোদ্ধা জীবন সায়াহ্নে পাকিস্তানবিরোধী আন্দোলনে অবদানের জন্য অগ্নিসেনা হিসেবে রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি দাবি করেছেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের অসম সাহসী বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন। একাধিক সূত্রে জানা গেছে, ১৯৭০ সালের মে মাস। তৎকালীন প্রভাবশালী সামরিক জান্তা ইয়াহিয়া খান পাকিস্তানের রাষ্ট্রপ্রধান। দেশে মার্শাল ল জারি ছিল ন্যায্য দাবিতে আন্দোলনরত ঢাকার পোস্তগোলা ও চট্টগ্রামের শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করে শ্রমিক হত্যা করে বর্বর সামরিক জান্তা। ওই ঘটনার বিস্ফোরণে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। সারা দেশের মতো আলমডাঙ্গায়ও তৎকালীন আওয়ামী লীগ নেতা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কাজী কামালের নেতৃত্বে আলমডাঙ্গা পাইলট হাইস্কুলের শিক্ষার্থীরা মার্শাল ল উপেক্ষা করে শহরের প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে।
প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি হাইরোড ধরে দ্রুত সামনের দিকে এগিয়ে চলে। মিছিলটি অল্প ক্ষণেই পৌঁছে যায় আলমডাঙ্গা থানার সামনে। শিছিল থেকে রাস্তার দুপাশের সব ব্যবসা প্রতিষ্ঠানে কালো পতাকা তোলার দায়িত্ব পালন করছিলেন কালিদাসপুরের মৃত গন্জের আলীর ছেলে মঈনউদ্দিন। মিছিল বর্তমান স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌছালে মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ও ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে মঈনউদ্দিন ঢুকে পড়েন থানা চত্বরে। দাবি তোলেন পাকিস্তানের জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তলনের। কিন্তুু আন্দোলনরত শিক্ষার্থীদের প্রস্তাব মানতে রাজি হয় না পুলিশ। পুলিশের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে তরুন মঈনউদ্দিন ঘটিয়ে ফেললেন এক অভাবনীয় ঘটনা। তিনি থানা চত্বরে উড্ডীয়মান পাকিস্তানের জাতীয় পতাকা দ্রুত নামিয়ে রাগে ক্ষোভে তাতে অগ্নিসংযোগ করে ভস্মীভূত করে এবং পতাকা দন্ডে উড়িয়ে দেন আন্দোলনকারীদের কালো পতাকা। মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন বলেন, এ ঘটনাকে তৎকালীন সরকার রাষ্ট্রোহ হিসেবে নেয়। তখন আমি আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। মামলা করা হয় মার্শাল ‘ল’ আইনে। গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।সমস্ত দোষ নিজ কাঁধে তুলে নেই।সামরিক বিধিতে বিচারে ১৯৭০ সালে ২১শে জুনে ৬মাসের কারাদন্ড হয়। কিশোর অপরাধী হিসেবে শাস্তি কিছুটা লঘু করা হয়। ওই বছর ১৭ই ডিসেম্বর আমি কারামুক্ত হই।জেল থেকে বেড় হয়ে দেখি দেশে, যুদ্ধের পূর্বাবস্থা বিরাজ করছে। জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে ১৯৭১ সালের এপ্রিল মাসে মুক্তিযুদ্ধে যোগদান করি।ট্রেনিং শেষে সর্বাত্মক যুদ্ধ করেছি থানা মুজিব বাহিনীর কমান্ডার কাজী কামাল ও মীরপুর থানার মারফত আলীর নেতৃত্বে।মিরপুর উপজেলার খলিষাকুন্ডি,কাকিলাদহ,হালসা ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে যুদ্ধ করেছি বীরত্বের সঙ্গে।তিনি বলেন,এলাকাবাসী দেশের মুক্তি সংগ্রামে তার অসামান্য অবদানকে স্বীকৃতি দিতে মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসী তাকে অগ্নিসেনা উপাধি দিয়েছে।জীবনের এই শেষ মুহূর্তে আমার দাবী অগ্নিসেনা হিসেবে রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতির। মুক্তিযুদ্ধের দীর্ঘ সময় পার হলেও তৎকালীন ছাত্র পরবর্তীতে বীরমুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী,পাকিস্তানি পতাকায় অগ্নিসংযোগ করে মার্শাল ‘ল’ তে জেল খাটলেও আজও অগ্নিসেনা হিসেবে রাষ্ট্রীয় কোন স্বীকৃতি পাননি অসম সাহসী বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন। মৃত্যর আগে রাষ্ট্রীয় ভাবে ‘অগ্নিসেনা’ হিসেবে স্বীকৃতি পেতে অসুস্থ এই বীর ম প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করেছেন।
Leave a Reply