কুমারখালী প্রতিনিধি ॥ জাল টাকার নোট প্রচলন প্রতিরোধে কুষ্টিয়ার কুমারখালীতে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও আসল টাকা চেনার বৈশিষ্ট সমূহ প্রদর্শন (প্রজেক্টরের মাধ্যমে) করা হয়। সোনালী ব্যাংক পিএলসি, কুমারখালী উপজেলা কমপ্লেক্স শাখার সার্বিক সহযোগীতায় এ ওয়ার্কশপের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক রাজশাহী কার্যালয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল। কুষ্টিয়া সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার খোন্দকার আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. মোতাহার হোসেন ও সহাকরী পরিচালক মো. শাহিনুর আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক উপজেলা কমপ্লেক্স শাখার ব্যবস্থাপক মো. শাহিন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, বীরমুক্তিযোদ্ধা মো. চাঁদ আলী প্রমূখ। এসময় জনপ্রতিনিধি, সুশীলসমাজের প্রতিনিধি, ব্যবসায়ী সঙগঠনের নেতৃবৃন্দ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply