আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গা উপজেলা কৃষক জোটের উদ্যোগে কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্পের উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের সাথে কৃষক জোটের মতবিনিময় সভা গতকাল সকাল দশটার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদের সভাপতি এমদাদুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস ও সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ। বিশেষ অতিথি ছিলেন সংস্থার প্রকল্প কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা কৃষক জোটের উপদেষ্টা খন্দকার শাহ আলম মন্টু ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক। রিসো সংস্থার প্রকল্প কর্মকর্তা আসমা হেনা চুমকির উপস্থাপনায় বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, শাকিলা পারভিন, বিন সাঈদ, কুমারী কৃষক জোটের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আহাদ আলী, কৃষক জোটের সদস্য মাহবুব ইসলাম, আসাদুল হক, আহসানুল হক, মিজানুর রহমান, খন্দকার রোকনুজ্জামান, জিয়াউল হক, আলিফ উদ্দিন। সার্বিক দায়িত্বে ছিলেন রিসোর সংস্থার আলমডাঙ্গা প্রতিনিধি সিরাজুল ইসলাম ও শরিফুল ইসলাম।
Leave a Reply