এম আনোয়ার হোসেন নিশি ॥ কুষ্টিয়া জেলার মিরপুর পৌরসভার মধ্যে অবস্থিত ৮ এবং ফুলবাড়ীয়া দাসপাড়াসহ ৯টি শারদীয় দূর্গা পুজা মঙ্গলবার সন্ধায় পৌরসভার জিকে ক্যানেলে বিসর্জন হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনার ছাড়াও হিন্দু ধমর্ অবলম্বনকারীদের সব চেয়ে বড় ধমীয় অনুষ্ঠিন দূর্গা বিসর্জন মধ্যে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে অনুষ্ঠানের সার্বিক ত্বতাবধায়ন করেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ এনামূল হক মালিথা, সহকারী কমিশনার (ভূমি) হারুন-অর- রশীদ, উপজেলা কৃষি সমম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মামুন, মিরপুর উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, কাউন্সিলর জাহিদ হোসেনসহ পুজা উদযান কমিটির সদস্যবৃন্দ।
Leave a Reply