আলমডাঙ্গা ব্যুরো প্রধান ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন পরিষদের চারজন সদস্যকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছিল চেয়ারম্যান মাহামুদুল হাসান চঞ্চলের বিরুদ্ধে। গত ১৬ অক্টোবর দুপুরে উপজেলা চত্বরে এ ঘটনা ঘটেছিল। আহতরা ছিলেন- ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ঠান্টু মন্ডল, ৩নং ওয়ার্ডের শামিম রেজা, ৪নং ওয়ার্ডের শাহাদত হোসেন ও ৮নং ওয়ার্ডের হারুন মন্ডল।
আহত চার ইউপি সদস্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে ভুক্তভোগীরা ইউনিয়নের আরও ছয় ইউপি সদস্যকে নিয়ে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। সেই অভিযোগের পরিপেক্ষিতে কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাইদ পিন্টুর মধ্যস্থতায়,বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সকল সদস্যদের উপস্থিতিতে একাত্মতা ঘোষণা করে একসাথে পথচলার অঙ্গিকার ব্যক্ত করেন।
Leave a Reply