বশির,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা জামজামি ইউনিয়ন বাসি ও দিলীপ বাবুর সমর্থক গোষ্টির উদ্যোগে কর্মী সভা ও শান্তি সমাবেশে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। মনে রাখবেন সঠিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং সংবিধানের আলোকেই হবে, এর বাইরে যাবার কোন সুযোগ নেই। গতকাল বিকেল ৪ টার সময় বাজার মঞ্চে, জামজামি ইউনিয়ন বাসি আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন এস এম আশরাফুল করিম রিপন শাহ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন মূলক কাজগুলো গণ মানুষের মাঝে তুলে ধরতে আওয়ামীলীগ, যুবলীগ,
ছাত্রলীগ, কৃষকলীগ, মৎসজীবি লীগ সহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠনকে কাজ করতে হবে। হাজার হাজার লোকের উপস্থিতিতে বিশাল শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিলীপ কুমার আগরওয়ালা বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা আপনারা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেবেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে শুধু বাংলাদেশের নেতা নন, তিনি এখন বিশ্বনেতায় পরিণত হয়েছেন। তার নেতৃত্বে দুর্বারগতিতে দেশ এগিয়ে চলছে। বিএনপি-জামায়াত দেশবিরোধী কার্যকলাপের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।তাদের উদ্দেশ্যে বলেন আমার নেন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলছেন, তাদের পক্ষে সমর্থন দিয়েছেন, অন্য সময় তো আওয়ামীলীগকে মুসলমানদের দুশমন বলেন, ভারতের দালাল বলেন, অথচ আজকে কেন ফিলিস্তিনি ও গাজা বাসিদের নির্মম হত্যা কান্ডের বিরুদ্ধে কথা বলছেন না, ও আমেরিকা আপনাদের বিরুদ্ধে চলে যাবে তাই চুপ করে আছেন। বন্ধু, এদের সাথে জামাতও আছে তারাও আজ চুপ করে আছে, এতে কি প্রমানিত হয় না তারা ধর্মকে ব্যবহার করে সরল প্রাণ মুসলমান ভাইদের সহানুভুতি আদায় করে থাকে,আপনারা সাবধান হয়ে যান।দেশে আজ গভীর স্বড়যন্ত্র চলছে,দেশি বিদেশী সকল স্বড়যন্ত্র আমরা দেশের জনগণকে সঙ্গে নিয়ে মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমরা জননেত্রী শেখ হাসিনার নৌকাকে আবারও বিজয়ী করতে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশে যে উন্নয়ন করেছেন তা জনগণের মাঝে তুলে ধরতে আমরা মানুষের কাছে যাচ্ছি নৌকা যার আমরা সবাই তার, শেখ হাসিনার সরকার বার বার দরকার। মাননীয় প্রধানমন্ত্রী দেশে যে উন্নয়ন করেছে ,আমরা তা জনগণের মাঝে তুলে ধরতে মানুষের কাছে যাচ্ছি। যারা ভোট কেন্দ্রে যায় না,আগামী নির্বাচনে তাদের ভোট কেন্দ্রে যাবার জন্য উদ্বুদ্ধ করছি। ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার,সেজন্য ভোট দিতে যাবো। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা আবারও ক্ষমতায় যাবো। আমি আবারও বলছি নৌকা যার আমি তার।
তিনি বলেন,আসন্ন নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে। নির্বাচন বানচালের চক্রান্ত করছে,তাদের সেই চক্রান্ত আমাদের রুখ দাঁড়াতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর এই কথাগুলোই আমরা বলছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ বাবলু, ৭১’র অগ্নিসেনা বীর মুক্তিযোদ্ধা মঈনদ্দীন পারভেজ,পদ্মবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস,মোমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, গাংনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান । ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম দিপু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক হাজী রবিউল হক, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান। খাদিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডলের
উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন,বেলগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, জেলা যুবলীগের সদস্য তপন কুমার বিশ্বাস, বেলগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল হক, কুমারি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি,
রানা মন্ডল, জামজামি ইউনিয়ন আওয়ামীলীগের ১নং ওয়ার্ড সাধারন সম্পাদক ইছাহাক আলী, ২নং ওয়ার্ড সভাপতি কাশেম আলী, ২নং ওয়ার্ড সাধারন সম্পাদক রইচ মোল্লা, ৩নং ওয়ার্ড সাধারন সম্পাদক মতিয়ার রহমান, ৪ নং ওয়ার্ড সাধারন সম্পাদক নাজমুল হুদা, ৫নং ওয়ার্ড সাধারন সম্পাদক মতিয়ার রহমান, ৬নং ওয়ার্ড সম্পাদক মুক্তার আলী, ৭নং ওয়ার্ড সভাপতি কোরবান আলী, ৮নং ওয়ার্ড সভাপতি হায়দার আলী, ৯ নং ওয়ার্ড সভাপতি লাল্টু রহমান, ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক আনিছ ডাক্তার, কামাল হোসেন,মিজানুর রহমান, শরিফুল ইসলাম,খাসকররা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, মোয়ার্জেম হোসেন,আক্তারুজ্জামান,আশরাফুল, আব্দুল খালেক, সার্বিক তত্বাবধানে ছিলেন জামজামি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক কামাল হোসেন, প্রমুখ
Leave a Reply