ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে কুষ্টিয়ায় ৪ টেলিভিশন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের সমবায় মার্কেটে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সম্মেলন কক্ষে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা এম. রায়হান। সেসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের উপদেষ্টা নিজাম জোয়ার্দার বাবলু, সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, কোষাধ্যক্ষ লোটাস রহমান সোহাগ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম হিরো, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম, ওলিয়ার রহমান, মিঠু মালিতা, মাজেদ রেজা বাঁধন, সদস্য সোহেল আহমেদ, শাহারিয়ার রহমান রকি, মেহেদী হাসান জিকু, সদস্য সচিব বসির আহাম্মেদ ও সময় টিভির ক্যামেরা পার্সন সজিবুল ইসলাম সজিব প্রমূখ। প্রতিবাদ সভায় সহ-সাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম রবি’র দ্রুত সুস্থতা কামনা করা হয়।
Leave a Reply