দৌলতপুর প্রতিনিধি ॥ এটিএন নিউজের স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি পেয়েছেন কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে ঢাকার কাওরান বাজারের এটিএন নিউজ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এটিএন নিউজের নির্বাহী পরিচালক মো. মোশারফ হোসেন কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের হাতে এ পদোন্নতি পত্র তুলে দেন। এসময় সভায় উপস্থিত ছিলেন, এটিএন নিউজের হেড অব নিউজ প্রভাষ আমিন, ন্যাশন্যাল ডেস্ক ইনচার্জ, এডিটর ইনপুট গিয়াস আহমেদ, এ্যাসোসিয়েট হেড অব নিউজ শহিদুল আজম, সিএনই মাসুদুল হক ও সিনিয়র নিউজ এডিটর গনি আদম। এটিএন নিউজের জেলা প্রতিনিধিদের মধ্যে ৬জনকে এ পদোন্নতি দেওয়া হয়। এরমধ্যে রয়েছেন বগুড়ার চপল সাহা, ব্রাম্ভমবাড়িয়ার পিযুজ কান্তি আচার্য, রাজশাহীর বুলবুল হাবিব, পাবনার রিজভি জয় ও সাভারের জাহিদ হাসান। ১লা অক্টোবর থেকে এ পদোন্নতি কার্যকর করা হয়েছে। পদোন্নতি পেয়ে শরীফুল ইসলাম এটিএন নিউজ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। কৃতজ্ঞতা জানিয়েছেন এটিএন নিউজের ন্যাশন্যাল ডেস্কে কর্মরত সকলের প্রতি। একই সাথে জেলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মীসহ যারা সবসময় পাশে থেকে তার কাজে সার্বিক সহযোগিতা করেছেন তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য শরীফুল ইসলাম এটিএন নিউজের শুরু থেকে অদ্যাবধি কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
Leave a Reply