এম আনোয়ার হোসেন নিশি ॥ সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ সাংস্কৃতিক উন্নয়ন ফোরাম এর আয়োজনে- সোশ্যাল পাসোনালিটি শাইনিং অ্যাওয়ার্ড-২০২৩ ভূষিত হয়ে পুরস্কার পেলেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ১ নং চিথলিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এবং অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাঃ এনামূল হক বাবলু। (১৯-১০-২০২৩) গত বৃহস্পতিবার সকালে এই পুরস্কার তিনি হাতে পান। এবং আয়োজক কমিটি একটি প্রত্যয়ন পত্র প্রদান করেছেন যাহাতে লিখা রয়েছে, এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে “মোঃ এনামূল হক বাবলু” চেয়ারম্যান চিথলিয়া ইউনিয়ন পরিষদ, মিরপুর কুষ্টিয়াকে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সাংস্কৃতিক উন্নয়ন ফোরাম এর পক্ষ থেকে “সোশ্যাল পাসোনালিটি শাইনিং অ্যাওয়ার্ড-২০২৩” এর সম্মাননা সদন প্রদান করা হলো। আমরা তার ও তাহার প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি। আপনি দেশ ও সমাজের উন্নয়নের জন্য অগ্রগতি ভ’মিকা রাখার জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে উৎসাহিত করার লক্ষে সনদ প্রদান করা যাচ্ছে। আপনার এ মহতী কর্মকান্ড দেশ ও জাতির অগ্রগতি ও সমৃদ্ধির পথ উম্মোচনে বিশেষ ভ’মিকা রাখবে।=মর্মে স্বাক্ষর করেন বাংলাদেশ সাংস্কৃতিক উন্নয়ন ফোরাম এর “মহাসচিব দেবনাথ “চক্রবর্তী” প্রাপ্তির স্থানঃ বাংলাদেশ জাতীয় শিশু কল্যাণ মিলনায়তন তোপ খানা রোড, ঢাকা। উল্লেখ্য গত ১৯-০৯-২০২৩ তারিখে এই অ্যাওয়ার্ড প্রাপ্তি হন চেয়ারম্যান এনামূল হক বাবলু, এবং পুরস্কার বুঝে পান ১৯-১০-২০২৩খ্রীঃ। তাঁর এই সমাজ সেবার অবদানের জন্য পুরস্কার পাওয়াতে গ্রামসহ- ৯ টি ওয়ার্ডের মানুষ চরম খুশি হয়েছেন্। সে সাথে মিরপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষে সেক্রেটারী সাংবাদিক এম আনোয়ার হোসেন নিশিসহ ইউনিটির সকল সাংবাদিকবৃন্দ অভিনন্দন জ্ঞাপন করেন। চেয়ারম্যান মোঃ এনামূল হক বাবলু সাংবাদিকদের বলেন এই পুরস্কার আমার একার অবদান নয়, এই সম্মাননা পুরস্কারের অধিকারী ও অধিক্রাীনি চিথলিয়া ইউনিয়নের সকল মানুষের। তারা আমাকে তাদের মূল্যমান ভোট গুলো দিয়েছিল বলেই অর্জন করতে পেরেছি এই সম্মাননা পুরস্কার অ্যাওয়ার্ড। চেয়ারম্যান মোঃ এনামূল হক বাবলু তিনি সকলের কাছে দোয়া চেয়ে বলেছেন- আপনাদের আরো উপদেশ মূলক সার্বিক সহযোগীতায় পেলে আরো অধিক পুরস্কার এই চিথলিয়া ইউনিয়ন পরিষদে আনবো ইনশাল্লাহ। কারণ শিক্ষাসহ সকল দিক থেকেই আমরা রয়েছি অনেকের চেয়ে এগিয়ে। তাই আমরা পরি-,আমরা পারবো আগামীর মর্ডেল চিথলিয়া গড়তে। আপনারা আমাকে আরো সহযোগীতা করবেন। চেয়ারম্যান মোঃ এনামূল হক বাবলু আরো বলেন- আমাকে দলবল নির্বিশেষে সকলের ভোটে জন প্রতিনিধি করেছেন , দলবল নির্বিশেষে আমার চলার পথে অনেক ভ’ল থাকতে পারি,,সে ভ’ল গুলি ধরিয়ে দিবেন, এবং সে দায়িত্ব আপনাদের। তা-না- হলে আমার দোষগুলি-আমি একলা একলা হয়তো বুঝতে পারবো না। তাই নির্দ্ধিধায় আপনারা আমার অভিভাবক হিসাবে- যে কোন বিষয় নিয়ে মত বিনিময় করবেন এবং দোষ টুটি গুলি ধরিয়ে দিবে। তা-না হলে আপনাদের মনের মধ্যে যে ক্ষোভ থাকবে-তা থেকেই যাবে। আর অপরাধি করে রাখবেন আমাকে- তা হবে না।
Leave a Reply