1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 4:54 pm

কুমারখালীতে পরকিয়া প্রেমের জেরে যুবককে পিটিয়ে  হত্যার অভিযোগ

  • প্রকাশিত সময় Wednesday, October 18, 2023
  • 139 বার পড়া হয়েছে

কুমারখালী প্রতিনিধি ॥ বাড়ির উঠানে এক যুবকের হাত ও পা ভাঙা, মাথার চুলকাটা ও রক্তাক্ত লাশ, বাড়ির লোকজন পলাতক আর পাশেই রান্না করছেন এক যুবতী।  কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৮ নং ওয়ার্ডের জালাল মোড় এলাকায় বুধবার (১৮ অক্টোবর) সকালে এঘটনা ঘটে। পরে খবর পেয়ে যুবকের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত যুবকের নাম স্বপন আলী (২৭)। তিনি চুয়াডাঙা জেলার দর্শনা উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। আর যুবতী সুমি খাতুন জালাল মোড় এলাকার আসাদ শেখের স্ত্রী। তারা সম্পর্কে চাচাতো ভাই – বোন এবং পরকিয়া প্রেমিক – প্রেমিকা বলে জানায় স্বজনরা। পুলিশ ও স্বজনদের ভাষ্য, পরকিয়া প্রেমের জেরে চাচাতো বোন ও তাঁর শ্বশুর বাড়ির লোকজন যুবককে পিটিয়ে হত্যা করে উঠানে লাশ ফেলে রেখে পালিয়েছে। সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুলিশ লাশের সুরতহাল করছে। উৎসুক জনতা ভিড় করেছে। আসাদ ও তাঁর আশপাশের বাড়ি গুলোতে কোনো লোকজন নেই। লাশের পাশেই রান্নাঘরের চুলাতে খেচুরি ভাত রান্না চলছে। আর বাড়ির বাইরে সড়কের পাশে বসে উচ্চস্বরে কান্নায় ভেঙে পড়েছেন নিহত যুবকের বাবা।

এসময় নিহতের বাবা আব্দুর রশিদ জানান, তাঁর ভাতিজি সুমির সাথে তাঁর ছেলে স্বপনের প্রেমের সম্পর্ক ছিল। গত মঙ্গলবার রাত ১০ টার দিকে সুমি তাঁর ছেলেকে ফোন করে কুমারখালীর শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে আসে এবং পিটিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়েছে। তিনি থানায় মামলা করবেন। এ বিষয়ে প্রতিবেশী কামালের স্ত্রী আনোয়ারা খাতুন বলেন, আমি মারধরের খবর শুনে  প্রথমে সকাল আনুমানিক আটটার গিয়ে দেখি অনেক লোকজন। উঠানে শুয়ে পড়ে ওই ছেলে বারবার বলছে, ‘ এ সুমি আমার পানি দেরে, আমার হাসপাতালে নিয়ে যা, আমি বাঁচে যাবনে।’ ঘণ্টাখানেক পরে গিয়ে দেখি মারা গেছে আর সুমি রান্না করছে।

স্থানীয় কালু শেখ জানান, তিনি রাতে আসাদের বাড়িতে বাঁশ দিয়ে মারপিটের শব্দ ও চিৎকার চেঁচামিচি শুনেছেন। আর সকালে এসে তিনি একজনের লাশ দেখতে পান। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশি জানান,  তিনি সকালে গিয়ে দেখেন উঠানে লাশ পড়ে রয়েছে আর এক যুবতী গৃহবধূ রান্না করছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640