শ্রীলঙ্কার দেওয়া ২১০ রানের লক্ষে ব্যাট করতে নেমে মাত্র ২৪ রানেই ২ উইকেট হারায় অজিরা। ২৪ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর মারনাস লাবুশানে ও মিচেল মার্শ জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে বাঁচান। শেষের দিকে জস ইংলিসের ৫৮ রান আর গ্লেন ম্যাক্সওয়েলের অপরাজিত ৩১ রানে ভর করে ৮৮ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে মাদুশঙ্কা ৩টি উইকেট নিয়েছেন।

এর আগে কুশল পেরেরা ও পাথুম নিশাঙ্কার ব্যাটিংয়ে বড় সংগ্রহের আভাস দিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু দলীয় ১২৫ রানে পাথুম নিশাঙ্কার বিদায়ে ভাঙে এই ওপেনিং জুটি। এরপর কিছু সময় পেরেরার ব্যাটে লড়াই চালিয়ে যায় লঙ্কানরা। কিন্তু ৭৮ রানে পেরেরার বিদায়ের পর লঙ্কান শিবিরে শুরু হয় আসা যাওয়ার মিছিল।

সেই মিছিলে একে একে শামিল হন কুশল মেন্ডিস, সাদিরা সামারাক্রিমা, চারিথ আশালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দিমুথ ওয়েল্লালেগা, চামিকা কারুনারত্নে, মাহেশ থিকসানা ও লাহিরু কুমারা। এতে স্কোরবোর্ডে ২০০ রান তোলার আগেই আট ব্যাটারকে হারিয়ে রীতিমতো ধসে পড়ে লঙ্কানদের ইনিংস। শেষ পর্যন্ত বেশিদূর আগানো সম্ভব হয়নি শ্রীলঙ্কার। ২০৯ রানেই থেমে যায় তাদের ইনিংসের চাকা।

অজিদের হয়ে ৪৭ রানে ৪ উইকেট পেয়েছেন অ্যাডাম জাম্পা। দুটি করে উইকেট নিয়েছেন স্টার্ক ও কামিন্স।