শুভ সরকার ,নড়াইল থেকে ॥ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম সফি উদ্দিন আহমেদ বলেছেন, ‘দেশের উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়নও অব্যাহত থাকবে। এই এলাকা আমার পূর্বপুরুষের ভিটা, আমি নাড়ির টানে এখানে বারবার ফিরে আসি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি এখানে জড়িয়ে রয়েছে। রবিবার দূপুরে নড়াইলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে সেনাপ্রধান বলেন, পর্যায়ক্রমে এলাকার উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে। সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বেলা সাড়ে ১১ টারদিকে হেলিকপ্টারে নড়াইলে অবতরণ করেন। এসময় তিনি নড়াইল শহরে সেনা বাহিনী কর্তৃক বাস্তবায়নাধীন ৪ লেন সড়ক উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এরপর নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে পৈত্রিক ভিটায় পিতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এস এম রোকন উদ্দিন আ্হমেদের নামে ৫ কোটি ৬০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন। এসময় তিনি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চত্বওে একটি কৃষ্ণচ’ড়া গাছের চারা রোপণ করেন। এছাড়া করফা প্রাথমিক বিদ্যালয় মাঠে সেনাবাহিনী কর্তৃক আয়োজিত বিনামুল্যে পরিচালিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। তিনি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সুধি সমাজের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এসময় সেনা প্রধানের স্ত্রীসহ সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
Leave a Reply