বশির,আলমডাঙ্গা থেকে ॥ কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক কুষ্টিয়ার কাগজ পত্রিকার আলমডাঙ্গা অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা বারোটার দিকে আলমডাঙ্গার মন্টু চেয়ারম্যান মার্কেটে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে অফিস উদ্বোধন করেন, দৈনিক কুষ্টিয়ার কাগজের সম্পাদক ও প্রকাশক নুর আলম দুলাল। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কুষ্টিয়ার কাগজ পত্রিকার প্রকাশক, সম্পাদক, বাসস, এসএ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরের কাগজ স্টাফ রিপোর্টার নুর আলম দুলাল। তিনি বলেন, একজন প্রকৃত সাংবাদিকের কোন বন্ধু নেই, স্ত্রী নেই, সন্তান নেই, কাজের ক্ষেত্রে যদি সঠিক দায়িত্ব পালন করেন এবং নিষ্ঠার সাথে কাজ করেন, তাহলে আপনাকে টাকার পেছনে ছুটতে হবে না, টাকা আপনার পেছনে ছুটে বেড়াবে, মনে রাখবেন পদে পদে বাঁধা আসবে সব বাঁধা অতিক্রম করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, সাংবাদিকতায় পড়ার বিকল্প নেই। বিশেষ করে জাতীয় পত্রিকা ও স্থানীয় পত্রিকা গুলি অবশ্যই পড়বেন, তাহলে দেখবেন সংবাদ তৈরি করতে আপনাকে কোন বেগ পেতে হচ্ছে না। তবে সুযোগ পেলে অবশ্যই প্রশিক্ষন নেবেন। তিনি আরও বলেন, বস্তুনিষ্টতা সংবাদের মুল উপজীব্য। কোন কাল্পনিক, বানোয়াট কাহিনীকে সংবাদ না বানিয়ে সরজমিনে খোঁজ খবর নিয়ে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করুন তা হলেই অবশ্যই একদিন সফলতা আসবে। তিনি বর্তমান সাংবাদিকতা ও সংবাদ পত্র প্রকাশনা শিল্পের নানা সংকটের কথা তুলে ধরে বলেন, আজকে সোশ্যাল মিডিয়া, মোবাইল সাংবাদিকতায় অনেক অসঙ্গতে উঠে আসছে। আবার নানা গুজবকে সংবাদ বানিয়েও উপাস্থপনা করা হচ্ছে। একজন নির্ভিক সাংবাদিকের যেমন কোন বন্ধু নেই। আবার ভিত্তিহীন, কাল্পনিক সংবাদ একজন সাংবাদিককে অসৎ, অনির্ভরযোগ্য সাংবাদিক বানাতে সহায়তা করে। এ কাজ থেকে যতদুর সম্ভব দুরে রাখতে হবে। সমাজের নানা অসঙ্গতি, এলাকার সমস্যা, মানুষের সুখ-দুঃখ, দুর্নীতি, অনিয়ম তুলে ধরে সংবাদ পরিবেশিত হলে গণমানুষের কাছে সাংবাদিক ও সংবাদপত্রের গ্রহনযোগ্যতা বৃদ্ধির পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন আসে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি সান পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল করিম রেজা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত কুষ্টিয়ার কাগজ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এসমে আজম সাজিদ, কম্পিউটার ইনচার্জ আব্দুর রহমান এবং পত্রিকার সম্পাদক পুত্র আসিফ শাহরিয়া মাহিম। এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কুষ্টিয়ার কাগজ পত্রিকার আলমডাঙ্গা ব্যুরো প্রধান মোঃ বশিরুল আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিক বিশ্বাস, আইসিটি বিষয়ক সম্পাদক ও দৈনিক কুষ্টিয়ার কাগজ পত্রিকার আলমডাঙ্গা প্রতিনিধি মীর ফাহিম ফয়সাল। আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজমের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এ্যাটম, মা-নার্সিং হোমের স্বত্ত্বাধিকারী মোঃ আনোয়ার হোসেন জালাল , আলমডাঙ্গা প্রেসক্লাবের সাহিত্য বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম, প্রকৌশলী জাফর জুয়েল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক গোলাম সরোয়ার সদু, প্রেসক্লাবের সদস্য বিপন,শাহরিয়ার শরীফ, তানভীর আহমেদ,মেহরাজ হোসেন, মাহাবুবুর রহমান ও মাসুদ রানা প্রমুখ। পরে প্রধান অতিথি, বিশেষ অথিতিদ্বয় আলমডাঙ্গা ব্যুারো প্রধান বশিরুল আলম ও আলমডাঙ্গা প্রতিনিধি মীর ফাহিম ফয়সালকে তাদের পরিচয় পত্র পরিয়ে দেন। এর আগে আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর নেতৃত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল আজম, ক্লাবের নির্বাহী সদস্যবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা প্রধান অতিথিসহ সকলকে ফুলেল শুভেচ্ছা জানান।
Leave a Reply