কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীর খাস চরে অন্তঃস্বত্বা এক গৃহবধুকে খুনের অভিযোগ উঠেছে তার শ^শুরবাড়ীর লোকজনের বিরুদ্ধে। শুক্রবার রাতে স্বামী ও শ^শুরবাড়ীর লোকজনের হাতে নির্যাতনের শিকার হয়ে কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালে নিয়ে আসা হলে গতকাল রাত অনুমান ১০টার দিকে সে মারা যায়। নিহত ওই গৃহবধুর নাম মরিয়ম (২৫) তার দেড় বছর বয়সী একটি কন্যা সন্তান এবং তার গর্ভে তিন মাসের আরও একটি সন্তান রয়েছে।
সুত্রে জানা যায়, গত তিন বছর পুর্বে কুমারখালী উপজেলার খাস চর এলাকার তারেক প্রামাণিকের কন্যার সাথে একই এলাকার কাদের মুন্সির শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর থেকে নানা অজুহাতে গৃহবধু মরিয়মকে নির্যাতন করে আসছিল স্বামীসহ শ^শুরবাড়ীর লোকজন। এরই জের ধরে শুক্রবার রাতে গৃহে শারিরিক নির্যাতন করা হয় মরিয়মকে। পরে আহত অবস্থায় তাকে প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাতেই কুষ্টিয়া ২শ ৪০ শর্য্যার হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত অনুমান ১০টার দিকে নির্যাতনের শিকার গৃহবধু মারা যায়। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, এমন খবর আমাদের কাছে এসেছে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো যাবে।
Leave a Reply