কৃষি প্রতিবেদক ।। গাছের গোড়ায় মাটির কাছে একটি মধ্যপর্ব কাল বর্ণ ধারণ করে এবং এর উপরে সাদা সাদা মাইসেলিয়াম দেখা যায়।
হাতের চাপ দিলে আঁশ ছিড়ে পৃথক হবে। আঙ্গুল পিচ্ছিল হবে।
পরবর্তীতে হঠাৎ করে লতা, পাতা ও ডগা ঢলে পড়ে।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
* রোগমুক্ত বাগান থেকে লতা সংগ্রহ করে রোপন করা।
* আক্রান্ত লতা/পাতা সংগ্রহ করে পুড়ে বা নষ্ট করা।
* পানের বরজ পরিস্কার পরিচ্ছন্ন রাখা।
* রোপনের পূর্বে লতা শোধন করা (প্রতি লিটার পানিতে ২ গ্রাম ব্যাভিষ্টিন বা নোইন)।
* সরিষার খৈলের সাথে ডায়থেন এম- ৪৫ বা কুপ্রাভিট মিশিয়ে ব্যবহার করা।
* আক্রান্ত গাছের গোড়ায় কপার অক্সিক্লোরাইড বা ১% বর্দোমিকচার ব্যবহার করা।
* রোগ দেখা দিলে প্রতি লিটার পানিতে ০.৫ মিলি স্কোর বা ৪ গ্রাম কুপ্রাভিট বা ২.৫ গ্রাম * ডাইথেন এম- ৪৫ – ১০-১২ দিন অন্তর স্প্রে করা।
Leave a Reply