আলমডাঙ্গা ব্যুরো প্রধান ॥ আলমডাঙ্গার রেলজগনাথপুরে প্রেমিকের লোক জন মারপিট করায় প্রেমিক মনিরুল ইসলাম অভিমান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পারিবারিক সুত্রে জানা গেছে,চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের রেলজগনাথপুর গ্রামের জহুরুলের ছেলে মনিরুল প্রতিবেশি জসিমের মেয়ে জান্নাতুল ওরফে পাখির সাথে প্রেমের সম্পর্ক ছিল। এই সূত্র ধরে তাদের বিয়ে হয়েছিল বলে জানাগেছে। কিছু দিন সংসার করার পর তাদের সংসারে ফাটল ধরে তালাক হয়ে যায়।তারপরও তাদের মধ্যে আবারও নতুন করে প্রেমের সম্পর্ক শুরু হয়।কিন্ত পাখি মনে রয়ে গেছে ক্ষোভ ও ঘৃনা,কারন হিসেবে পাখি জানায় মনিরুল তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করলেও তার সাথে প্রতারনা করেছে।গত ১১ অক্টোবর বুধবার রাতে কৌশলে পাখি তার প্রেমিক মনিরুলকে ডেকে নিয়ে তার লোকজন দিয়ে বেধড়ক মারপিট করালে,সেই রাগে ও ক্ষোভে পাখির উপর অভিমান করে তার নিজের ঘরের সিলিং ফ্যানে কাপড় দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করে।খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে।পরে লাশের সুরতহাল প্রতিবেদন করে চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ দাফন সম্পন্ন হয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানা অফিসার্স ইনচার্জ বিপ্লব কুমার নাথ এ প্রতিবেদককে জানান মনিরুল নামে একটি ছেলের আত্মাহত্যার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল।লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। ছেলের পক্ষ থেকে তাকে মারধর করে এর আলামত পাওয়া গেছে কি-না, জানতে চাইলে তিনি বলেন এখনই কিছু বলা সম্ভব নয়।তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে সব জানা যাবে।
Leave a Reply