ফয়সাল,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গায় ইউপি মেম্বার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন- জান্টু আহবায়ক, লাভলু ও শামীম কে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। গতকাল সকাল সাড়ে ১১ টার দিকে আলমডাঙ্গা উপজেলা ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশনের কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা থানাপাড়া কমিউনিটি সেন্টারের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাউকি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লাবলুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজ সেবক মজনুর রহমান জান্টু। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ বশিরুল আলম, বেলগাছি ইউনিয়ন পরিষদের সদস্য শামীম রেজা, নাগদা ইউনিয়ন পরিষদের সদস্য রনি আহমেদ। আইলহাস ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লিটন মোল্লার পরিচালনায় বক্তব্য রাখেন নাগদা ইউনিয়ন পরিষদের সদস্য বাদল রশিদ, জেহালা ইউনিয়ন পরিষদের সদস্য আনারুল ইসলাম, জেহালা ইউনিয়ন পরিষদের সদস্য হাসেম আলী, খাদিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহাবুল ইসলাম, জামজামী ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুবুল হক, বেলগাছি ইউনিয়ন পরিষদের সদস্য শাহাদাত হোসেন, জামজামী ইউনিয়ন পরিষদের সদস্য রাশেদুজ্জামান রাজিব। সভা শেষে জেলা পরিষদ সদস্য মজনুর রহমান জান্টুকে আহবায়ক ও ডাউকি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লাভলুর রহমান ও বেলগাছি ইউনিয়ন পরিষদের সদস্য শামীম রেজাকে যুগ্ন আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আলমডাঙ্গা উপজেলা ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। অবশিষ্ট কমিটির সদস্যদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানান আহবায়ক মজনুর রহমান।
Leave a Reply