এম আনোয়ার হোসেন নিশি ॥ কুষ্টিয়া মিরপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তা রক্ষার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয় । ১১ অক্টোবর-২০২৩ সকাল ১১ টার উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে আনছার ভিডিপি যাচাই-বাচাই পর্ব চলে। উপজেলার মোট ২৬ টি পূজা মন্ডপের জন্য ১৪০ জন পুরুষ ও মহিলা সদস্যদের বাছাই করা হয়। আনছার ভিডিপি’র সদস্য/সদস্যদের যাচাই বাচাই অনুষ্ঠান ও আলোচনা সভার সভাপতিত্বে করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজোয়ান আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম তিনি বলেন আপনারা নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করবেন, কোন অবহেলা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। বিশেষ অতিথি ছিলেন মিরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ এনামুল হক মালিথা, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আনছার ভিডিপি প্রশিক্ষক মিলন হোসেন ও শারমিন আক্তার।
Leave a Reply