ফয়সাল, আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা পৌর সভার বাবুপাড়ায় দিনে দুপুরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা হারদী এম এস জোহা ডিগ্রি কলেজের প্রভাষক নজির আহমেদ ও আলমডাঙ্গা প্রাইম পলিট্রেকনিক্যাল ইনিস্টিউটের প্রিন্সিপাল সোহানিয়া ইয়াসমিন নিপা দম্পতির নিজ বাসভবনে তাদের অনুপস্থিতিতে গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা ১২ টার দিকে এই চুরির ঘটনা ঘটেছে। চোরেরা আলমারীতে থাকা চিকিৎসার জন্য রাখা প্রায় ৪১০০০/- টাকা চুরি করে নিয়ে গেছে। এলাকাবাসীর সুত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে আলমডাঙ্গা বাবুপাড়ার বিনোদিয়া পীর সাহেবের বাড়ির আশেপাশে ছিচকে চোর ও নেশাখোর বখাটেদের উৎপাত বেড়েই চলেছে। মাদকের টাকা জোগাড় করতে এই সব চুরির মত অপকর্ম হচ্ছে। খবর পেয়ে, আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাটির প্রাথমিকভাবে তদন্ত করেছে। তদন্ত শেষে পুলিশ চুরি আসল রহস্য ও প্রকৃত চোরকে ধরতে স্বক্ষম হবে বলে জানিয়েছে।
Leave a Reply