বশির,আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় গতকাল আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই (নিঃ) মোঃ ইউসুফ আলী আলমডাঙ্গা থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ আমিনুল হক, এএসআই (নিঃ) মোঃ হামিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন গবরগাড়া গ্রামের মোঃ কামাল হোসেনের ছেলে ১) মোঃ হৃদয় হোসেন (১৯) কে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার জেহালা (হাসপাতাল মোড়স্থ) মোঃ কামাল হোসেন এর ছেলে আকাশ হোসেনের চায়ের দোকানের সামনে থেকে ১ টি লাল কালো রংয়ের ণঅগঅঐঅ ঋঅতঊজ ১৫০ ঈঈ চোরাই মোটর সাইকেল সহ হাতে নাতে আটক করে। পরবর্তীতে উপরোক্ত আসামীর দেওয়া তথ্য মতে, ৮ অক্টোবর (রবিবার) ২:৩৫ মিনিটের সময় চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার করিমপুর গ্রামের মোঃ কালু মন্ডলের ছেলে ২) মোঃ রুবেল হোসেন (২৪) কে তার নিজ বসত বাড়ী হইতে একটি হিরো হোন্ডা (ঐঊজঙ ঐঙঘউঅ) ঝচখঊঘউঙজ মোডিফাই করা, যাহা কালো রংয়ের মোটরসাইকেল সহ-হাতে নাতে আটক করেন। পরবর্তীতে উপরোক্ত আসামীদের দেওয়া তথ্য মতে, ৮ অক্টোবর ০৩.৩০ মিনিটে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার, নতুন পাড়ার মোঃ রহিদুল ইসলামের ছেলে ৩) মোঃ তাকবীর হোসেন (২৮) কে তার নিজ বসত বাড়ী হইতে
একটি হিরো হোন্ডা (ঐঊজঙ ঐঙঘউঅ) ঈউ উঅডঘ ১০০ ঈঈ কালো রংয়ের মোটরসাইকেল সহ হাতে নাতে আটক করেন।
পরবর্তীতে উপরোক্ত আসামীদের দেওয়া তথ্য মতে, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার পেয়ারাতলার মৃত আলম মাতুব্বর এর ছেলে চোরাই সিন্ডিকেটের সদস্য ৪) মোঃ সানী হোসেন (৩৫) কে তার নিজ বসত বাড়ী থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগন স্বীকার করে যে, তারা চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহের বিভিন্ন এলাকা হতে মোটরসাইকেল চুরি করে নিয়ে এসে নিজেদের হেফাজতে রাখে এবং সময় সুযোগ মত বিক্রয় করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
Leave a Reply